বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)-এর মহাপরিচালক টেড্রোস অ্যাডানম গেব্রিয়াসিস বলেছেন, প্রায় এক বছরের ভোগান্তিতে মানুষ ক্লান্ত হয়ে যেতে পারে, কিন্তু করোনাভাইরাস এখনও ক্লান্ত হয়নি। কার্যকর টিকা আবিষ্কার হওয়ার আগ পর্যন্ত সাবধানতা অবলম্বনে কোনও ফাঁকি দেওয়া যাবে না। বৃহস্পতিবার প্যারিস পিস ফোরামে দেওয়া ভাষণে এই মন্তব্য করেছেন তিনি।
গ্যাব্রিয়াসিস বলেন, ‘আমরা কোভিডের সঙ্গে লড়াইয়ে ক্লান্ত হয়ে যেতে পারি, কোভিড কিন্তু এখনও ক্লান্ত হয়নি। ইউরোপের দেশগুলো লড়াই চালিয়ে যাচ্ছে গেলেও এই ভাইরাসটিতে কোনও বদল ঘটেনি।’
ডব্লিউএইচও প্রধান বলেছেন, টিকার উপর নির্ভর করা আশাব্যঞ্জক কিন্তু এখনও কার্যকারিতা প্রমাণিত না হওয়াতে তা ঝুঁকিপূর্ণ।
তিনি আরও বলেন, জরুরিভিত্তিতে আমাদের টিকা প্রয়োজন। কিন্তু আমরা টিকার জন্য অপেক্ষায় বসে থেকে হাত-পা গুটিয়ে নিতে পারি না।
ভাষণে তিনি দরিদ্র দেশগুলোর সঙ্গে সম্ভাব্য করোনার টিকা ন্যায্যভাবে বিতরণের আহ্বান জানান।