দেশ ব্রেকিং নিউজ

আতঙ্ক বাড়াচ্ছে করোনা, সতর্কতা জারি কেন্দ্রের

ফের আতঙ্ক বাড়াচ্ছে মারণ ভাইরাস করোনা। চিন, জাপান, দক্ষিণ কোরিয়া, আমেরিকা, ব্রাজিলে নতুন করে করোনা চিন্তা বাড়াচ্ছে। সেই কারণেই ফের সতর্কতা জারি করল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক।

ভারতে কারও মধ্যে করোনার কোন লক্ষণ দেখা গেলেই পরীক্ষা করার পরামর্শ দিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ। টেস্টে পজিটিভ কেস পাওয়া গেলে সেই নমুনাগুলি ল্যাবরেটরিতে পাঠিয়ে জিনোম সিকোয়েন্সিং করার কথাও বলেন তিনি। এ ব্যাপারে ইতিমধ্যেই নির্দেশিকা জারি করা হয়েছে রাজ্য সরকারগুলিকে। করোনার নতুন ভ্যারিয়্যান্ট এলো কীনা নিয়ে সতর্ক থাকতে বলা হয়েছে। এই বিষয়ে আজ বিশেষ বৈঠকে বসছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী।

মাত্র তিন মাসের মধ্যেই চিনের ৬০ শতাংশ মানুষ করোনা আক্রান্ত হবেন! এমনই চাঞ্চল্যকর দাবি করলেন বিখ্যাত মহামারী বিশেষজ্ঞ এরিক ফেইল-ডিং। তাঁর মতে, এই তিন মাসে চিনের লক্ষাধিক মানুষের মৃত্যু হবে। ইতিমধ্যেই কোভিড হাসপাতালগুলিতে ভিড় উপচে পড়ছে। এই অবস্থা আরও খারাপ হবে বলেই আশঙ্কা করা হচ্ছে। কারণ, করোনাবিধি কিছুটা শিথিল হওয়ার পরই চিনে আবার ফিরছে করোনা আতঙ্ক। আর লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা।

চিনের বিশেষজ্ঞরা মনে করছেন, শীতেই করোনার নতুন স্ফীতি আছড়ে পড়তে পারে। বস্তুত, সোমবারই করোনায় ২ জনের মৃত্যুর খবর দিয়েছে চিনের স্বাস্থ্য দফতর। যা চলতি সপ্তাহে করোনায় প্রথম মৃত্যুর ঘটনা। এর পর মঙ্গলবার করোনায় মৃত্যু হয়েছে ৫ জনের। ওই দেশের সরকারের উদাসীনতার কারণে অদূর ভবিষ্যতে আরও ভোগান্তিতে পড়বেন চিনের নাগরিকরা, এমনটাই আশঙ্কা ফেইলের মতো বিশেষজ্ঞদের।