দেশজুড়ে ক্রমশ উদ্বেগ বাড়াচ্ছে কোভিড পরিস্থিতি। চিনের ক্রমবর্ধমান সংক্রমণ চোখ রাঙাচ্ছে প্রতিনিয়ত। এরমাঝেই রবিবার আগরার এক বাসিন্দার শরীরে নতুন ভ্যারিয়্যান্ট বিএফ.৭-এর সংক্রমণ মিলেছে বলে জানা গিয়েছে। তিনি সদ্য ফিরেছেন চিন থেকে। এর আগেও দেশে চার জনের শরীরে মিলেছে এই সংক্রমণ।
মঙ্গলবার থেকেই সব রাজ্যের সমস্ত হাসপাতালগুলিকে মক ড্রিল শুরু করার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য মন্ত্রক। জানানো হয়েছে, গত দু’বছর ধরে কোভিডের ঢেউ আছড়ে পড়ার সময়ে যে সমস্ত পদক্ষেপ করেছে হাসপাতালগুলি, সেগুলিই নতুন করে শুরু করতে হবে আবার। ইতিমধ্যেই রাজ্যগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে, কৃত্রিম অক্সিজেনের জোগান নিশ্চিত করার। এর পরে বলা হল মক ড্রিল করতে।
জানা গিয়েছে, এই মক ড্রিলে সমস্ত হাসপাতালগুলিকে ভাল করে দেখতে হবে, তাদের কত সংখ্যক বেড রয়েছে, তার মধ্যে আইসোলেশন বেড কত, অক্সিজেন যুক্ত আইসোলেশন বেড, আইসিইউ বেড ও ভেন্টিলেটর সাপোর্টেড বেডই বা কত রয়েছে। হাসপাতালে অক্সিজেন সরবরাহ এবম অক্সিজেন সংরক্ষণ ব্যবস্থাও খতিয়ে দেখতে বলা হয়েছে।
পাশাপাশি, হাসপাতালগুলিতে কত সংখ্যক চিকিৎসক ও চিকিৎসা-কর্মী রয়েছে, তাও ভাল করে দেখা হবে। শুধু হাসপাতাল নয়, কোভিড টেস্ট করার ল্যাবরেটরিগুলিতেও সমস্ত ব্যবস্থা আছে কিনা, কিটের সংখ্যা পর্যাপ্ত কিনা, তা খতিয়ে দেখতে বলা হয়েছে।