দেশ লিড নিউজ

উদ্বেগ বাড়িয়ে ফের বাড়ছে করোনা সংক্রমণ

দেশজুড়ে আতঙ্ক ছড়িয়েছে ওমিক্রন, তার মধ্যে চিন্তা বাড়িয়ে দেশের দৈনিক করোনা সংক্রমণ ঊর্ধ্বমুখী। একদিনে নতুন করে করোনা সংক্রমিতের সংখ্যা প্রায় ১০,০০০। পাশাপাশি বেড়েছে করোনার অ্যাকটিভ কেস এবং মৃতের সংখ্যাও।

মঙ্গলবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রক থেকে শেষ পাওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ৯ হাজার ৪১৯ জন। করোনার কারণে দেশে প্রাণ হারিয়েছেন ১৫৯ জন। এখনও পর্যন্ত করোনায় দেশে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ লক্ষ ৭৪ হাজার ১১১ জন।

স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট বলছে, বর্তমানে দেশে করোনায় চিকিৎসাধীন রয়েছেন ৯৪ হাজার ৭৪২ জন। তবে, বাড়ছে সুস্থতার হার। পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত দেশে ৩ কোটি ৪০ লক্ষ ৯৭ হাজার ৩৮৮ জন করোনাকে জয় করেছেন। যার মধ্যে গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ৮ হাজার ২৫১ জন। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য বলছে, এখনও পর্যন্ত দেশে প্রায় ১৩০ কোটি ৩৯ লক্ষেরও বেশি ডোজ করোনার টিকা দেওয়া হয়েছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় টিকা দেওয়া হয়েছে ৮০ লক্ষের বেশি।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, ইতিমধ্যেই মোট ৫৭টি দেশে সন্ধান মিলেছে ওমিক্রনের। দ্রুত গতিতে এই ভাইরাসের স্ট্রেন ছড়িয়ে পড়ছে। গোটা দেশে ওমিক্রন আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৩। ভারতে নতুন করে আর কোনও ওমিক্রন আক্রান্তের হদিশ না মিললেও গোটা বিশ্বেই ছড়িয়ে পড়ছে করোনার এই নতুন ভ্যারিয়েন্ট।