বাংলায় সংক্রমণ রুখতে পুজোর মরশুমে জারি ছিল একাধিক বিধিনিষেধ। মণ্ডপে প্রবেশ ছিল নিষিদ্ধ। কিন্তু তা সত্ত্বেও পুজোর পরে করোনা আক্রান্তের সংখ্যা যে হারে বাড়ছে তা চিন্তা বাড়াচ্ছে রাজ্যবাসীর। গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে সংক্রমণের সংখ্যা ৯৮৯ জন। যা আগের দিনের তুলনায় সামান্য বেশি। তবে কমেছে দৈনিক মৃত্যু। একদিনে করোনায় প্রাণ হারিয়েছেন রাজ্যের ১০ জন। সুস্থতার হার ৯৮.৩০ শতাংশ।
স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী দৈনিক সংক্রমণের নিরিখে এদিন ফের প্রথমে কলকাতা। দ্বিতীয় স্থানে উত্তর ২৪ পরগনা। দৈনিক সংক্রমণে ফের তৃতীয় স্থানে হুগলি। চতুর্থ স্থানে হাওড়া। এছাড়াও গত ২৪ ঘণ্টায় কম বেশি রাজ্যের বাকি সব জেলা থেকেই নতুন আক্রান্তের খবর মিলেছে। একদিনে পজিটিভিটি রেট ২. ৩২ শতাংশ। রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৫,৮৬, ৪৪৫।
একদিনে করোনা মৃত্যু হয়েছে রাজ্যের ১০ জনের। রাজ্যে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৯, ০৫৫ জন। একদিনে করোনাকে জয় করে ঘরে ফিরেছেন ৮২৮ জন। এখনও পর্যন্ত রাজ্যে মোট করোনাজয়ীর সংখ্যা ১৫,৫৯, ৫১৮। গত ২৪ ঘণ্টায় সুস্থতার হার ৯৮.৩০ শতাংশ।