করোনা আতঙ্কে সকলের প্রাণ ওষ্ঠাগত। নিয়মিত হাত ধুচ্ছেন, মাস্ক পরছেন, সামাজিক দূরত্ব মানছেন। কিন্তু জানেন কি বাড়িতে করোনা নিয়ে আসতে পারে আপনার ব্যবহৃত জুতোও! মেনে চলুন সতর্কতা-
১. প্রথমেই আপনার বাড়িতে পরার জুতো ও বাইরে থেকে পরে আসা জুতোকে আলাদা রাখুন। বাইরে থেকে পরে আসা জুতো একেবারেই ঘরের মধ্যে ঢোকাবেন না।
২. জুতো খোলার আগে গ্লাভস পরে তারপর আপনার জুতোর ফিতে বা জুতো স্পর্শ করুন। তারপর ভালো করে হাত ধুয়ে নিন অথবা জীবাণুনাশক ব্যবহার করুন।
৩. জুতোর তলার দিকে বাড়তি নজর দিন। জুতোর তলার দিকটাই বেশি সংস্পর্শে আসে। তাই ভালো করে জুতোর তলার দিক পরিষ্কার করুন। বাড়িতে ঢুকেই আগে জীবাণুনাশক দিয়ে জুতো পরিষ্কার করুন। পরিষ্কার করা হয়ে গেলে আগে ভালোভাবে হাত পা ধুয়ে নেবেন।
৪. জীবাণুনাশক স্প্রে ব্যবহার করতে চাইলে জুতোকে ভালোভাবে শুকনো থাকতে হবে। ভেজা জুতোয় জীবাণুনাশক স্প্রে দেবেন না।
জুতো পরতেই হবে। কিন্তু বাড়িতে যাতে জুতোর মাধ্যমে করোনা প্রবেশ করতে না পারে সেদিকেও কড়া নজর রাখতে হবে। তাই এই ছোট্ট কয়েকটি পদ্ধতি মেনে চললেই জুতোর মাধ্যমে করোনা সংক্রমণ থেকে রেহাই পেতে পারেন।