খেলাধুলা ব্রেকিং নিউজ

করোনা আক্রান্ত সৌরভ, ভর্তি হাসপাতালে

করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। সোমবার রাতে বিসিসিআই সভাপতির করোনা পরীক্ষা করা হয়। রিপোর্ট পজিটিভ আসায় উডল্যান্ডস হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়েছে।

সূত্রে খবর, সৌরভের ভাইরাল লোড ১৯ পয়েন্ট ৫। চিকিত্‍সকরা জানিয়েছেন, সৌরভ আপাতত স্থিতিশীল।

সম্প্রতি ২০২২ সালের আইপিএল নিয়ে মন্তব্য করেছিলেন সৌরভ। ভারতে করার বিষয়ে আশাবাদী বিসিসিআই প্রেসিডেন্ট। তিনি বলেছেন, ‘আমি মনে করি, আমরা খারাপ সময় পেরিয়ে গিয়েছি। আশা করি, আমরা পরের বছর ভারতে আইপিএলের আয়োজন করতে পারব। কারণ এটি ভারতেরই টুর্নামেন্ট এবং এটি যখন ভারতে খেলা হয়, তখন এর পরিবেশ একেবারে আলাদা হয়।’

এদিকে, ওমিক্রন নিয়ে উদ্বেগের শেষ নেই। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের মঙ্গলবারের পরিসংখ্যান অনুযায়ী, দেশে এখনও পর্যন্ত কোভিডের ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়েছেন ৬৫৩ জন। ২১টি রাজ্যে ওমিক্রন আক্রান্তের হদিশ মিলেছে। দেশে ওমিক্রন আক্রান্তের সংখ্যা ৬০০ পেরিয়ে গেল। একদিনে ১৩৫ জন নতুন করে আক্রান্ত হলেন করোনার নতুন ভ্যারিয়েন্টে। সোমবার করোনার নতুন স্ট্রেনছড়িয়েছে মণিপুর ও গোয়ায়। পরিসংখ্যান অনুসারে, ২০টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ছড়িয়ে পড়েছে ওমিক্রন।