বিনোদন

করোনা আক্রান্ত সারা খান

প্রাক্তন বিগ বস প্রতিযোগী তথা জনপ্রিয় টিভি অভিনেত্রী সারা খান করোনা আক্রান্ত। তার কোভিড-১৯ টেস্টের রিপোর্ট পজিটিভ আসার কথা সোশ্যাল মিডিয়ায় নিজেই জানিয়েছেন।

সোশ্যাল মিডিয়ায় সারা লেখেন, দুর্ভাগ্যজনক, আমার আজ করোনা টেস্টের রিপোর্ট পজিটিভ এসেছে। চিকিৎসক ও কর্তৃপক্ষ আমায় হোম কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দিয়েছেন। তবে আমি ঠিক আছি। আশাকরি দ্রুত সুস্থ হয়ে উঠব।

সারা খান আরো জানিয়েছেন, আমার কোভিড টেস্টের রিপোর্ট পজিটিভ আসার কারণে আমি শুটিং থেকে কিছুদিনের বিরতি নিচ্ছি। আমি চিকিৎসকদের পরামর্শ মতো চলবো, আশাকরি দ্রুতি সুস্থ হয়ে উঠবো। যদিও আমার করোনার সমস্ত লক্ষণ স্পষ্ট নয়, তবে যাইহোক স্বাস্থ্যবিধি মেনে এবং দূরত্ব বজায় রেখে চলাই উচিত।

সবাইকে সতর্ক করে সারা খান আরো লিখেন, সাম্প্রতিকসময়ে আমার সংস্পর্শে যারা এসেছেন, তাদের সকলকেই আমি কোভিড টেস্ট করিয়ে নেয়ার পরামর্শই দেবো।

প্রসঙ্গত, সম্প্রতি হিন্দি ধারাবাহিক ‘সন্তোষী মা শুনায়ে ব্রত কথা’-তে সারা খান অভিনয় করছিলেন। দেবী পৌলমীর ভূমিকায় তাকে দেখা যাচ্ছিল।