জনপ্রিয় অভিনেত্রী ও বিজেপির লোকসভার সদস্য লকেট চ্যাটার্জি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এক সপ্তাহ ধরে জ্বর থাকার পর তার নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে।
শুক্রবার (৩ জুলাই) তিনি নিজেই এক টুইট বার্তায় জানিয়েছেন এ তথ্য। তিনি লিখেছেন, ‘গত এক সপ্তাহ ধরে আমার হালকা জ্বর। আমি সেলফ আইসোলেশনে ছিলাম। আজ সকালে আমার করোনা টেস্টের রিপোর্ট পজিটিভ এসেছে।’
এর আগে তৃণমূল কংগ্রেসের বিধায়ক তমোনাশ ঘোষ করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। এছাড়াও সুজিত ঘোষও করোনায় আক্রান্ত হয়েছেন। এছাড়া গত কয়েকদিনে বিজেপির অনেক নেতা-নেত্রী জ্বরে আক্রান্ত হয়েছেন। আইসোলেশনে আছেন তারা সবাই। তবে কে কে জ্বরে আক্রান্ত, তা জানা যায়নি। এরই মধ্যে লকেট চ্যাটার্জি করোনা আক্রান্ত হওয়ার খবর দিলেন। অবশ্য আগেই রাজ্য বিজেপিকে করোনাভাইরাস নিয়ে সতর্ক করা হয়। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ দলের সব পর্যায়ের সংগঠনকে রাজপথে কোনো কর্মসূচি করতে নিষেধ করেছেন।