ভারতে করোনাভাইরাসে নতুন করে সংক্রমিত হয়েছেন ৭৯৬ জন। সোমবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া তথ্যে এই কথা প্রকাশ করা হল। আশার কথা, পর পর দু’দিন নতুন সংক্রমিতের সংখ্যা কমেছে। যদিও এখনও নিশ্চিন্ত হওয়ার কোনও ব্যাপার হয়নি বলেই মত বিশেষজ্ঞদের।
এখন ভারতের করোনা রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ৯,১৫২। গত ২৪ ঘণ্টায় নতুন করে মৃত্যু হয়েছে ৩৫ জনের। ফলে দেশে এখন করোনায় মৃতের সংখ্যা পৌঁছে গিয়েছে ৩০৮। স্বস্তির খবর বর্তমানে রোগমুক্ত হয়েছেন ৮৫৬ জন।
ভারতে মোট আক্রান্তের প্রায় ৭৭ শতাংশই আট রাজ্যে সীমাবদ্ধ। সেই রাজ্যগুলি হল— মহারাষ্ট্র (১৯৮৫), দিল্লি (১,১৫৪), তামিলনাড়ু (১,০৪৩), রাজস্থান (৮০৪), মধ্যপ্রদেশ (৫৬৫), গুজরাট (৫১৬), তেলঙ্গানা (৫০৪) এবং উত্তরপ্রদেশ (৪৮৩)।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী, পশ্চিমবঙ্গে এই মুহূর্তে সংক্রমিতের সংখ্যা বেড়ে হয়েছে ১৫২। তবে আরও দু’জনের মৃত্যু হওয়ায় বর্তমানে রাজ্যে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৭। তবে এখনও ভারতের বাকি অংশের থেকে পূর্ব ও উত্তরপূর্ব ভারতের অবস্থা অনেকটাই ভাল।