রাজ্য

পুজোর মুখে ভাঙল করোনা রেকর্ড

পুরনো সব রেকর্ড ভেঙে গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হলেন ৩,৩৭০ জন। প্রাণ হারালেন ৬৩ জন। দুর্গাপুজো উপলক্ষ্যে পুজোর বাজারে ভিড় হচ্ছে ব্যাপক। সাধারণ মানুষ বেরিয়ে পড়েছে পুজোর কেনাকাটার জন্য। অনেকের ক্ষেত্রেই স্বাস্থ্যবিধি মানার কোনও লক্ষণই দেখা যাচ্ছে না। স্বাস্থ্যবিধিকে থোড়াই কেয়ার করে চলছে বিকিকিনি।
এই কারণেই রেকর্ড ভেঙেছে কিনা তা স্পষ্ট নয়। তবে এটা পুজোর আগে যথেষ্ট উদ্বেগের বলে মনে করা হচ্ছে। রাজ্য সরকারের পরিসংখ্যান অনুযায়ী এখনও পর্যন্ত করোনা আক্রান্ত হলেন রাজ্যের ২,৭৭,০৪৯ জন। মৃত্যু হল মোট ৫,৩১৮ জনের। সেপ্টেম্বর মাসের শেষ থেকে সেই পরিস্থিতি আবার ধীরে ধীরে উদ্বেগজনক হচ্ছে। এই আবহে আসন্ন পুজোর মরশুমে সতর্ক না হলে বিপদ যে বাড়বে তা বলার অপেক্ষা রাখে না।
উল্লেখ্য, করোনা সংক্রমণ বা মৃতের সংখ্যায় বরাবরই রাজ্য সরকারকে চাপে রেখেছে কলকাতা। রাজ্য সরকারের পরিসংখ্যান অনুযায়ী, বেশিরভাগ সময়েই আক্রান্ত এবং মৃতের সংখ্যায় অন্যান্য জেলার থেকে এগিয়ে থেকেছে কলকাতা। তবে মাঝে মধ্যে কলকাতাকেও পেছনে ফেলে দিয়েছে উত্তর ২৪ পরগনা।
৬ অক্টোবর শহরে সক্রিয় রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ৬,০৪৩। আর এই দিনই শহরে মোট রোগীর সংখ্যা পেরিয়েছে ৬০ হাজারের গণ্ডি। মোট রোগীর দিক দিয়ে উত্তর ২৪ পরগণার অবস্থান কলকাতার থেকে কিঞ্চিৎ ভালো হলেও সক্রিয় রোগী এই জেলাতেই সব থেকে বেশি। এবং গত কয়েক দিনে তা বেড়েছে যথেষ্ট উদ্বেগজনক ভাবে। গত ২১ সেপ্টেম্বর এই জেলায় সক্রিয় রোগী ছিলেন ৪,২৮৩। ৬ অক্টোবর তা বেড়ে হয়েছে ৬,১০৪। গত ২৪ ঘণ্টায় কলকাতায় করোনা আক্রান্ত হয়েছেন মোট ৭৪২ জন। মৃত্যু হয়েছে ১৬ জনের। অন্যদিকে, উত্তর ২৪ পরগনায় গত একদিনে আক্রান্ত হয়েছেন ৭১২ জন, মৃত্যু হয়েছে ১৫ জনের। হাওড়ায় গত একদিনে আক্রান্ত ১৬০, মৃত্যু ৪ জনের।