রাজ্যে রোজই গড়ে তিন হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত হচ্ছেন। এমনকী গড়ে ৫০ জন করে রোজ মারা যাচ্ছেন। সুতরাং রাজ্যে ঊর্ধ্বমূখী করোনা গ্রাফ। একদিনে রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৩,১৬৯ জন। ১৯ আগস্টের হিসাব অনুযায়ী, রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ১,২৫,৯২২। ১৯ জুন পর্যন্ত সংখ্যাটা ছিল ১,২২,৭৫৩। ১৯ আগস্টের হিসেবে রাজ্যে করোনার অ্যাক্টিভ কেস ৭৫.৯৭ শতাংশ। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনার মৃত্যু হয়েছে ৫৩ জনের। এই নিয়ে রাজ্যে করোনায় মোট মৃত্যু ২,৫৮১।
পরিস্থিতি বেগতিক দেখে রাজ্যজুড়ে চলছে লকডাউন। বৃহস্পতিবার এবং শুক্রবার রাজ্যজুড়ে সম্পূর্ণ লকডাউন জারি করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। কিন্তু তাতেও করোনা পরিস্থিতি আয়ত্তে আনা যাচ্ছে না। এইভাবে যদি রোজ আক্রান্ত ও মৃত্যু বাড়তে থাকে তাহলে তা মহামারির আকার নেবে বলে মনে করছেন চিকিৎসকরা। এখনও সবাই মাস্ক ব্যবহার করছে না বলে অভিযোগ উঠেছে। করোনা আক্রান্তের সংখ্যা বুধবার ১ লক্ষ ২৫ হাজারের গণ্ডি স্পর্শ করল। তার মধ্যে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৩ হাজারের বেশি মানুষ সংক্রমিত হয়েছেন। কলকাতা এবং উত্তর ২৪ পরগনা জেলায় এই সংখ্যাটা ৬৫০ জনের বেশি। রাজ্যে এই মারণ ভাইরাসের বলি হয়েছেন আরও ৫৩ জন।
উল্লেখ্য, তবে রাজ্যে বেড়েছে করোনার নমুনা পরীক্ষা। আক্রান্তের সংখ্যার নিরিখে জেলাগুলির মধ্যে এখনও শীর্ষে কলকাতা। শহরে ৩৪ হাজার ১৩৩ জন ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে নতুন করে আক্রান্তের সংখ্যা ৬৬৬ জন। একদিনে ৩৪,৩৫৮টি করোনার নমুনা পরীক্ষা করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, পাল্লা দিয়েই বেড়েছে সুস্থতার হারও। শেষ প্রকাশিত সরকারি বুলেটিন অনুযায়ী রাজ্যে সুস্থতার হার বেড়ে ৭৫.৯৭ শতাংশ। গত ১ দিনে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২,৯৭৩ জন। সবমিলিয়ে রাজ্যে মোট করোনামুক্তের সংখ্যা ৯৫,৬৬৩। এখনও পর্যন্ত কলকাতায় আক্রান্ত ৩৪,১৩৩ জন। উত্তর ২৪ পরগনায় আক্রান্ত ২৬, ৫৬১ এবং হাওড়ায় আক্রান্ত ১১,৭১৭।