কিছুতেই কমছে না মৃত্যু ও আক্রান্তের সংখ্যা। বরং বাংলাদেশে করোনা আক্রান্তর সংখ্যা বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা ১ হাজার ২০২ জন। এখনও পর্যন্ত আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০ হাজার ৬৫ জনে। জানা গিয়েছে, গত ২৪ ঘণ্টায় ৮ হাজার ৫৮২ জনের করোনা পরীক্ষা হয়েছে। তার মধ্যে ১২০২ জনের রিপোর্ট পজিটিভ এসেছে।
এখনও পর্যন্ত মোট ১ লক্ষ ৭ হাজার ৫১২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। দেশে এখন ৪১টি ল্যাবে করোনা পরীক্ষা করা হচ্ছে। বৃহস্পতিবার করোনায় মৃত্যু হয়েছে ১৫ জনের। এই নিয়ে এখনও পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা দাঁড়াল ২৯৮ জন। করোনায় আক্রান্ত হয়ে ড. আনিসুজ্জামানের মৃত্যু হয়েছে।
তবে সুস্থ হয়েছেন ২৭৯ জন। এখনও পর্যন্ত ৩ হাজার ৮৮২ জন সুস্থ হয়েছেন। গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনায় সংক্রমিত ব্যক্তির খোঁজ পাওয়া যায়। আর ১৮ মার্চ প্রথম মৃত্যুর ঘটনা ঘটে। তবে সংক্রমণ যে হারে বেড়ে চলেছে তাতে উদ্বিগ্ন ঢাকার স্বাস্থ্যদপ্তর। তাই লকডাউনের মেয়াদ বাড়ানো হয়েছে ৩১ মে পর্যন্ত।