বাংলাদেশ

বন্দর নগর চট্টগ্রামে করোনা

এবার করোনার থাবা বসল বাংলাদেশের বন্দর নগরী চট্টগ্রামে। শহরের দামপাড়া এলাকার এক বৃদ্ধের শরীরে এই মারণ ভাইরাসের উপস্থিতি মিলেছে। যার জেরে ভারতের পূর্বের এই পড়শি দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৬২। মোট ৬ জনের মৃত্যু হয়েছে। যেখানে প্রায় শূন্যে নামিয়ে এনেছিল এই ভাইরাসকে, সেখানে এই ঘটনা চাঞ্চল্য ছড়িয়েছে।
স্থানীয় সূত্রে খবর, গত বৃহস্পতিবার ৬৭ বছর বয়সী ওই ব্যক্তি করোনাভাইরাসের উপসর্গ নিয়ে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি হন। নিশ্চত হতে নমুনা পাঠানো হয়েছিল বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেজে। বিআইটিআইডি থেকে সেই রিপোর্ট সংশ্লিষ্ট আধিকারিকদের হাতে পৌঁছয়। ওই বৃদ্ধ করোনায় আক্রান্ত বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে।
চট্টগ্রামে প্রথম করোনা আক্রান্তের সন্ধান পাওয়ার পরে প্রশাসনের কপালে চিন্তার ভাঁজ পড়েছে। গোষ্ঠী সংক্রমণের মাধ্যমে চট্টগ্রামের ওই বৃদ্ধ আক্রান্ত হতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। পুলিশ গিয়ে আক্রান্ত ব্যক্তির বাড়ি লকডাউন করে দিয়েছে। চট্টগ্রাম জেলা প্রশাসক মহম্মদ ইলিয়াস হোসেন বলেন, চট্টগ্রামের লোকজন এখনও পরিস্থিতির গভীরতা অনুভব করছেন না। তাঁরা করোনাভাইরাস সম্পর্কে উদাসীন। লোকজন ইচ্ছামতো বাইরে ঘোরাঘুরি করছেন।