Six people, including an SSC examinee, were infected with coronavirus in Faridpur on Monday. With this, 32 corona patients were identified in Faridpur district.
বাংলাদেশ

বাড়ছে করোনা আক্রান্ত ও মৃতের সংখ্যা

বাংলাদেশে নতুন করে ৩০৯ জনের মধ্যে করোনা সংক্রমণের সন্ধান মিলল। বাংলাদেশে এই নিয়ে মোট শনাক্ত হওয়া করোনা রোগীর সংখ্যা ৪,৯৯৮ জন। স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা জানান শুক্রবার কয়েকটি বেসরকারি পিসিআর ল্যাবরেটরি বন্ধ থাকায় সেসব প্রতিষ্ঠানে নমুনা পরীক্ষা করা হয়নি এবং আইইডিসিআরের কাছে সেসব পরীক্ষার রিপোর্টও আসেনি।
এদিকে গত ২৪ ঘন্টায় মারা গিয়েছেন ৯ জন। এই নিয়ে মোট মৃতের সংখ্যা ১৪০। মৃতদের মধ্যে ৫ জন নারী ও ৪ জন পুরুষ। নতুন করে মারা যাওয়া ৯ জনের বয়সই পঞ্চাশের ওপর। আর নতুন করে মারা যাওয়াদের মধ্যে ৩ জন ঢাকার বাসিন্দা। বাংলাদেশে এখনও পর্যন্ত মোট ৪৩ হাজার ১১৩ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।
অন্যদিকে নাসিমা সুলতানা জানান, বাংলাদেশে ২১টি প্রতিষ্ঠানে করোনাভাইরাসের নমুনা পরীক্ষা করা হচ্ছিল। আজ থেকে আরও দুটি প্রতিষ্ঠানে নমুনা পরীক্ষা শুরু করা হবে। সারাদেশের ২৮টি পরীক্ষাগারে নমুনা পরীক্ষা করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি। রমজান মাসের স্বাস্থ্যবিধি মেনে চলে ভিটামিন সি এবং জিঙ্কসমৃদ্ধ খাবার খাওয়ার পরামর্শ দেন তিনি। তিনি জানান, বাংলাদেশে এখন পর্যন্ত চারটি জেলায় করোনাভাইরাস আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়নি। সেগুলো হলো— খাগড়াছড়ি, রাঙ্গামাটি, ঝিনাইদহ এবং সাতক্ষীরা। এমনকী রোজার মাসে মসজিদে নমাজ পাঠ করার ক্ষেত্রে সরকারি নির্দেশনা মেনে চলার ওপর জোর দেন।