কিছুতেই লাগাম টানা যাচ্ছে না করোনা গ্রাফে। হু হু করে প্রতিদিনই বেড়ে চলেছে দৈনিক সংক্রমণের সংখ্যা। বৃহস্পতিবার ১৩ হাজারের গণ্ডি পেরিয়েছে করোনার দৈনিক সংক্রমণ। সেই সঙ্গে পাল্লা দিয়ে বেড়ে চলেছে অ্যাকটিভ কেস এবং পজিটিভিটি রেট। বর্তমানে দেশে করোনার সক্রিয় রোগীর সংখ্যা ৮৩ হাজার ৯৯০ জন। দৈনিক পজিটিভিটি রেট বাড়তে বাড়তে পৌঁছে গিয়েছে আড়াই শতাংশের কাছাকাছি।
বৃহস্পতিবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রক থেকে পাওয়া তথ্য বলছে, দেশে গত একদিনে করোনা আক্রান্ত হয়েছেন ১৩ হাজার ৩১৩ জন। যার মধ্যে শুধুমাত্র মহারাষ্ট্রেই আক্রান্ত হয়েছেন ৪ হাজারের বেশি মানুষ। পাশাপাশি, কেরল এবং রাজধানী দিল্লির অবস্থা বেশ আশঙ্কাজনক।
রিপোর্ট বলছে, একদিনে করোনায় প্রাণ হারিয়েছেন ২৮ জন। এই সংখ্যাটাও এদিন নতুন করে উদ্বেগ বাড়াচ্ছে। দেশে এখনও পর্যন্ত কোভিডে মোট মৃতের সংখ্যা ৫ লক্ষ ২৪ হাজার ৯৪১ জন।
পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত দেশে ৪ কোটি ২৭ লক্ষ ৩৬ হাজার ২৭ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। যার মধ্যে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সেরে উঠেছেন ১০ হাজার ৯৭২ জন। সুস্থতার হার কমে দাঁড়িয়েছে ৯৮.৬০ শতাংশ।
You must be logged in to post a comment.