করোনা সংক্রমনের রিপোর্ট ব্রেকিং নিউজ রাজ্য

রাজ্যে ফের বাড়ল করোনা গ্রাফ

রাজ্যগুলির কাছে কোভিড সংক্রান্ত অতিরিক্ত বিধিনিষেধ প্রত্যাহারের সুপারিশ করেছে কেন্দ্র। এই প্রস্তাব কার্যকর হওয়ার পরদিনই ফের করোনা সংক্রমণ বাড়তে শুরু করেছে।রাজ্যে গত চব্বিশ ঘন্টায় ফের বাড়ল দৈনিক কোভিড সংক্রমণ। স্বাস্থ্য দফতরের রিপোর্ট অনুযায়ী, রাজ্যে একদিনে আক্রান্ত হয়েছেন ৪৬৭ জন এবং বাঁকুড়াতে বেড়েছে প্রায় ৫ গুণ সংক্রমণ বেড়েছে।

যেখানে গত ৪৮ ঘন্টা আগে রাজ্যে একদিনে আক্রান্ত হয়েছিল ৪৩৯ জন। সংখ্যাটা খুব কম হলেও তা ফের বড়েছে। একদিনে আক্রান্তের সংখ্যা কলকাতাতেও বেড়েছে। তবে শীর্ষে উত্তর ২৪ পরগণা, আর তার পর  কলকাতা। বাঁকুড়াতে বেড়েছে প্রায় ৫ গুণ এবং পাশাপাশি উত্তরবঙ্গের দার্জিলিং এবং জলপাইগুড়িতেও সংক্রমণ বেড়েছে।

কলকাতার পাশাপাশি একই হারে দৈনিক সংক্রমণ বেড়েছে হাওড়া, হুগলিতেও। উত্তর ২৪ পরগণায় গত চব্বিশ ঘন্টায় আক্রান্ত হয়েছে ৭৫জন।  হাওড়াতে এই মুহূর্তে আক্রান্ত বেড়ে ১৭ জন, হুগলিতে বেড়ে ২৩ জন,এবং দক্ষিণ ২৪ পরগণাতে একদিনে আক্রান্তের সংখ্যা ১৬ জন। বাঁকুড়ায় সংক্রমণ পাঁচগুন বেড়ে ২৯ জন। তবে উত্তরবঙ্গে দার্জিলিং এবং জলপাইগুড়িতেও সংক্রমণ বেড়েছে। জলপাইগুড়িতে ২৬ জন এবং দার্জিলিংয়ে ২৭ জন গত চব্বিশ ঘন্টায় আক্রান্ত হয়েছেন।

স্বাস্থ্য দফতরের বুলেটিনের রিপোর্ট অনুযায়ী, কোভিডে একদিনে ১৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ মৃত্যু হয়েছে নদিয়ায়। মোট ৩ জন কোভিডের বলি হয়েছে নদিয়াতে। পাশাপাশি ২ জন করে প্রাণ হারিয়েছে কলকাতা-দক্ষিণ ২৪ পরগণা-হুগলিতে। ১ জন করে মৃত্যু হয়েছে জলপাইগুড়ি, মালদহ, পুরুলিয়া, পূর্ব মেদিনীপুর, হাওড়া এবং উত্তর ২৪ পরগণায়। কলকাতায় এখনও অবধি মোট মৃতের সংখ্যা ৫,৬২৬ জন। উত্তর ২৪ পরগণায় এখনও অবধি মোট মৃতের সংখ্যা ৫ হাজার ৩১৩ জন। পশ্চিমবঙ্গে একদিনে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৩৬৭ জন। রাজ্যে সুস্থতার হার, ৯৮.৫২ শতাংশ।