করোনাভাইরাসের শেষ পর্যায়ে কী ভারত চলে এসেছে? এই প্রশ্ন এখন উঠতে শুরু করেছে গোটা দেশে। কারণ সিঙ্গাপুরের একটি বিশ্ববিদ্যালয়ের গবেষকরা তথ্য দিয়ে এমনই দাবি করেছেন। সিঙ্গাপুর ইউনিভার্সিটি অফ টেকনোলজি অ্যান্ড ডিজাইনের ডেটা ড্রাইভেন ইনোভেশন ল্যাবের গবেষকদের পূর্বাভাস, ২১ মে মাসের মধ্যে ভারতে করোনাভাইরাস ৯৭ শতাংশ পর্যন্ত কমে যাবে। তাই ১৬ মে পর্যন্ত লকডাউনের মেয়াদ ভারতকে বাড়াতে হবে বলেও মনে করছেন এই বিশ্ববিদ্যালয়ের গবেষকরা।
নিজেদের ওয়েবসাইটে ১৩১টি দেশের করোনাভাইরাস বিষয়ক এই তথ্য তুলে ধরে ওই বিশ্ববিদ্যালয়। সেখানে দেখা যাচ্ছে গবেষণায় সাসেপটিবল ইনফেকটেড রিকভারড (সার) মডেল ব্যবহার করেছে। এই মডেল অনুযায়ী, করোনার প্রকোপ কমার প্রমাণ মিলছে। এমনকী বিভিন্ন দেশ থেকে পাওয়া তথ্যে ও করোনার জীবনচক্রের মেয়াদ সম্পর্কে প্রচুর তথ্যের ওপর ভিত্তি করে এই সিদ্ধান্তে আসা গিয়েছে।
তাঁদের দাবি, বিশ্ব থেকে করোনাভাইরাস ৯৭ শতাংশ দূর হবে ২৯ মে’র মধ্যে এবং সম্পূর্ণ নির্মূল হবে চলতি বছরের ৮ ডিসেম্বরের মধ্যে। ভারতের আগে করোনাভাইরাস থেকে নিষ্কৃতি পাওয়ার সম্ভাবনা আমেরিকার। সে দেশে ১১ মে এই ভাইরাসের দাপাদাপি ৯৭ শতাংশ পর্যন্ত কমে যাবে। ইতালিতে এই পরিস্থিতি হবে ৭ মে। জার্মানিতে ৩০ এপ্রিল, ইরানে ১০ মে এবং কানাডায় ১৬ মে এই ভাইরাসের বাড়বাড়ন্ত শেষ হয়ে যেতে পারে।