কড়া বিধিনিষেধের জেরে অনেকটাই নিয়ন্ত্রণে দেশের সার্বিক করোনা পরিস্থিতি। কিন্তু কোনো ভাবেই মারণ ভাইরাসকে আটকানো যাচ্ছে না । ফের হুহু করে বাড়ছে আক্রান্তের সংখ্যা। ভারতে অন্যান্য রাজ্যগুলির অবস্থা নিয়ন্ত্রণে হলেও পাঁচটি রাজ্যে এখনও সর্তকতা জারি করেছে কেন্দ্র অবস্থা সঙ্কটজনক তার মধ্যে সবথেকে খারাপ পরিস্থিতি রয়েছে মহারাষ্ট্রে। মহারাষ্ট্রে সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়তে থাকায় মাস্কবিধিও জারি করা হয়েছে। যা চিন্তা ক্রমশঃ বাড়াচ্ছে। মহারাষ্ট্রে গত একদিনে ৮০ শতাংশ বৃদ্ধি পেয়েছে সংক্রমণ।
বুধবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, দেশে করোনা গত একদিনে আক্রান্ত হয়েছেন ৫,২৩৩ জন। এর মধ্যে শুধুমাত্র মহারাষ্ট্রেই আক্রান্ত হয়েছেন ১,৮৮১ জন। ৯৩ দিন পর দেশে দৈনিক সংক্রমণ ছাড়াল ৫ হাজারের গণ্ডি। পাশাপাশি, মুম্বইয়ের পরিস্থিতিও বেশ উদ্বেগজনক। সেখানে একদিনে ৮৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে আক্রান্তের সংখ্যা। একদিনে সংক্রমিত ১২০০-রও বেশি মানুষ।
পরিসংখ্যান বলছে, বর্তমানে সক্রিয় রোগীর সংখ্যা ক্রমবর্ধমান। হাসপাতালে আক্রান্ত রোগীর সংখ্যা ক্রমশ বাড়ছে। সংক্রমণ হু হু করে বাড়লেও মৃত্যুর হার এখনও নিয়ন্ত্রণে। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৭ জনের। দেশে সংক্রমণের হার এই মুহূর্তে ১.৬৭ শতাংশ। দেশে বর্তমানে করোনায় সক্রিয় রোগীর সংখ্যা ২৮ হাজার ৮৫৭ জন।
যদি সংক্রমণ এই হারে বাড়তে থাকে চলতি বছরের জুন মাসে চতুর্থ ঢেউ আছড়ে পড়ার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।