Another 33 people died in the country. As a result,the death toll increased to 199 and the number of corona victims increased to 6412.
দেশ ব্রেকিং নিউজ

দেশে করোনায় মৃত বেড়ে ১৯৯, আক্রান্ত ৬৪১২

দেশে আরও ৩৩ জনের মৃত্যু হল। ফলে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৯৯। মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৬৪১২। শুক্রবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের রিপোর্ট থেকে এই তথ্য জানা গিয়েছে। করোনাভাইরাসে সর্বাধিক আক্রান্ত মহারাষ্ট্রে। সেখানে এখনও পর্যন্ত ১৩৬৪ জনের শরীরে মিলেছে মারণ ভাইরাস। উৎকন্ঠার মধ্যেই শনিবার বসতে চলেছে মুখ্যমন্ত্রীদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক।
আর পাঁচটা দেশের তুলনায় দেশের করোনা পরিস্থিতি অনেক ভাল বলে দাবি করেছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন। তাঁর বক্তব্য, ইউরোপ–আমেরিকার চেয়ে এই দেশের পরিস্থিতি অনেক স্বস্তিদায়ক। তাই দেশবাসীকে অযথা আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেন তিনি। সারা দেশের ১৩৩টি জেলাকে করোনার হটস্পট হিসেবে চিহ্নিত করা হয়েছে।
হর্ষবর্ধন জানান, ১৯টি রাজ্যে ছড়িয়ে থাকা এই ১৩৩টি ‘হটস্পট’ই সংক্রমণ ছড়ানোর ভরকেন্দ্র। তাই ওই এলাকাগুলিতে লকডাউনের বিধিনিষেধে অনেক বেশি কড়াকড়ি করছে স্বাস্থ্য মন্ত্রক। আমজনতার বাড়ি থেকে বেরোনো নিয়েও সেখানে অনেক বেশি কড়া অবস্থান নিচ্ছে প্রশাসন। করোনার বিরুদ্ধে লড়াইয়ে স্বাস্থ্য প্রকল্পে কেন্দ্রীয় সরকার ১৫ হাজার কোটি টাকার বিশেষ আর্থিক প্যাকেজের ঘোষণা করেছে।