দেশে হু হু করে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘন্টায় ফের মারণ ভাইরাসের কবলে পড়েছেন ৬৪ হাজার ৫৫৩ জন। যার ফলে সারা দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়াল ২৪ লক্ষ ৬১ হাজার ১৯০। সামনে এখন শুধু আমেরিকা আর ব্রাজিল। মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৪৮,০৪০। মৃতের হার ১.৯৫ শতাংশ। গত ২৪ ঘণ্টায় দেশে ৮,৪৮,৭২৮ জনের কোভিড পরীক্ষা হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্যমন্ত্রক।
গোটা দেশে এখনও করোনা আক্রান্তের শীর্ষে মহারাষ্ট্র। উদ্ধব ঠাকরের রাজ্যে এখনও পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন ৫ লক্ষ ৬০ হাজার ১২৬ মানুষ। সেই রাজ্যে করোনার বলি ১৯ হাজার ৬৩ জন। সক্রিয় করোনা রোগীর সংখ্যা ১ লক্ষ ৫০ হাজার ১০৫। মহারাষ্ট্রের পরেই দেশে সবচেয়ে বেশি করোনা আক্রান্তের ঠিকানা তামিলনাড়ু। সেখানে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৩ লক্ষ ২০ হাজার ৩৫৫। মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ু—এই তিনটি রাজ্যে মোট দৈনিক আক্রান্তের সংখ্যাই ৩০ হাজারের কাছাকাছি!
আর গত ২৪ ঘণ্টায় ৩০,০৩২ টেস্ট করে ২৯৯৭ জন আক্রান্তের খোঁজ মিলেছে রাজ্যে। গত ২৪ ঘণ্টায় রাজ্যে ৫৬ জন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে। যার মধ্যে শুধু কলকাতাতেই মৃত্যু হয়েছে ১৬ জনের। কলকাতা, উত্তর ২৪ পরগনা, হাওড়ার মতো জেলায় গত কয়েক দিনের মতোই ফের কমেছে অ্যাক্টিভ করোনা আক্রান্তের সংখ্যা। ইতিমধ্যেই কলকাতা এবং অন্যান্য জেলায় বেশি করে করোনা আক্রান্তের সন্ধান পেতে অ্যান্টিজেন টেস্টের সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।