চিনে ফের মাথাচাড়া দিয়ে উঠছে করোনা মহামারী। কিছুতেই বাগে আনা যাচ্ছে না মারণ ভাইরাসকে। এই পরিস্থিতিতে ৩৫ লক্ষ মানুষকে কার্যত ঘরবন্দি করল বেজিং।
সূত্র মারফত জানা গিয়েছে, ভিয়েতনাম ও চিন সীমান্তে অবস্থিত একটি শহরে সোমবার থেকে লকডাউন ঘোষণা করেছে বেজিং। দক্ষিণ গুয়াংসি প্রদেশের বাইসে নামের ওই শহরে অন্তত ৩৫ লক্ষ মানুষের বাস। সম্প্রতি সেখানে ৭০জন মানুষের শরীরে করোনা ভাইরাস পাওয়া গিয়েছে। আর তারপর রবিবার থেকে শহরের বাসিন্দাদের কোথাও যেতে দেওয়া হচ্ছে না। এমনকি বাইরের কাওকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না ওই শহরে। আজ থেকে সম্পূর্ণ লকডাউন ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
ভিয়েতনাম সীমান্ত থেকে মাত্র ১০০ কিলোমিটারের মধ্যে অবস্থিত বাইসে শহর। গত শুক্রবার সেখানে প্রথম করোনা সংক্রমণের খবর পাওয়া যায়। তারপর প্রায় ৭০জন মারন ভাইরাস এর কবলে পড়েন। পরিস্থিতি সামাল দিতে গণ করোনা পরীক্ষা শুরু করা হয়েছে। আক্রান্তদের আইসোলেশন এ থাকার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।
উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বর মাস থেকে চিনের ইউহান শহরে প্রথম ছড়াতে শুরু করেছিল করোনা সংক্রমণ। এরপর খুব দ্রুত তা ছড়িয়ে পড়েছিল গোটা বিশ্বে। শুরু হয় অতিমারী। কিন্তু চিন দ্রুত সংক্রমণকে নিয়ন্ত্রণে আনতে পেরেছিল। কিন্তু এখনও পর্যন্ত গোটা বিশ্বে দাপিয়ে বেড়াচ্ছে বারণ ভাইরাসের নতুন নতুন স্ট্রেন। কবে থেকে মুক্তি মিলবে তার উত্তর এখনও অধরা।