Sikkim sealed the border at the right time, observed lockdowns and maintained social distance. But a student returning from Delhi was found to have corona disease. He came to Sikkim with it.
ব্রেকিং নিউজ

করোনার তালিকায় সিকিমের নাম

করোনাভাইরাসের তালিকা থেকে বাদ ছিল সিকিম। এবার সিকিমও ঢুকে পড়ল সেই তালিকায়। যে সিকিম উদাহরণ হিসাবে দেখা দিয়েছিল, এবার তা খসে পড়ল। কারণ করোনা থাবা বসালো সিকিমে। সিকিমে প্রথম করোনা পজিটিভ রোগীর সন্ধান মিলল। সঠিক সময় সীমান্ত সিল করে, লকডাউন পালন করে, সামাজিক দূরত্ব বজায় রেখে করোনা ঠেকিয়ে রেখেছিল সিকিম। কিন্তু দিল্লি থেকে ফেরত এক ছাত্রের শরীরে করোনার সংক্রমণ মিলেছে। সে তা নিয়ে হাজির হল সিকিমে। এবার সিকিমের বাতাসে আতঙ্কের মেঘ দেখা দিয়েছে।
সিকিমে করোনা টেস্টের কোনও ব্যবস্থা নেই। তাই দিল্লি থেকে সিকিমে যাওয়া ওই ছাত্রের লালরসের নমুনা পাঠানো হয়েছিল শিলিগুড়ির উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে। ওই ছাত্রকে আপাতত রাবাংলার কোয়ারেন্টাইন সেন্টারে রাখা হয়েছে বলে খবর। সে আর কোথায় গিয়েছিল, কার কার সঙ্গে মেলামেশা করেছে তা খতিয়ে দেখা হচ্ছে।
এদিকে রবিবারই শিলিগুড়ি থেকে সেই ছাত্রের রিপোর্ট এসেছে। তার পরই সিকিমজুড়ে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। পাহাড়ে ঘেরা সুন্দর এই রাজ্য এতদিন পর্যন্ত দেশের একমাত্র করোনামুক্ত রাজ্য ছিল। এবার সেই তকমা সরে গেল তাদের।
অন্যদিকে সারা দেশে সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাঙ্গের প্রশংসা করা হচ্ছিল। কারণ তিনি সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়ে করোনা প্রতিরোধ করেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত রাজ্যকে করোনার কবল থেকে বাঁচিয়ে রাখতে পারলেন না। তিন মাস ধরে গ্রিন জোন ছিল সিকিম। কিন্তু এবার সিকিমের প্রশাসনকে নতুন করে পদক্ষেপ করতে হবে।