ক্রমেই বাড়ছে করোনার কামড়। তাই করোনা নিয়ে পথ চলতি মানুষদের সচেতন করতে পথে নামলেন বনগাঁর মহকুমা শাসক ও পৌরপ্রধান সহ প্রশাসনের আধিকারিকেরা।
নতুন করে দেশে মাথাচাড়া দিচ্ছে করোনা। স্বাস্থ্য দপ্তর থেকে মানুষকে মাস্ক- স্যানিটাইজার ব্যাবহার এবং সচেতন হওয়ার কথা বলা হচ্ছে বারংবার। কিন্তু তা সত্ত্বেও দেখা যাচ্ছে বনগাঁ এলাকায় সচেতন মানুষের থেকেও অসচেতন মানুষের সংখ্যাটা বেশি। প্রায় অধিকাংশ মানুষের মুখেই মাস্ক নেই। এবার সেই সমস্ত মানুষদের সচেতন করতে সোমবার বনগাঁ রামনগর রোডের মুখে সচেতনতামূলক কর্মসূচি নিল প্রশাসন। এদিন মহকুমা শাসক প্রেম বিকাশ কাঁসারি ও বনগাঁ পৌরসভার পৌর প্রধান গোপাল শেঠ সহ বনগাঁ থানার আইসি, বনগাঁর এসডিপিও -কে মানুষের হাতে মাস্ক তুলে দিতে এবং মাস্ক পরিয়ে দিতে দেখা যায়।