বিনোদন

কেবিসি-র শুটিংয়ে করোনার ছোবল

কিছুদিন আগে করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন অমিতাভ বচ্চন৷ সুস্থ হতেই আবার শুটিংয়ে ফিরেছেন৷ আর তার পরই বিপদ শুরু! সব সতর্কতা মেনেই ‘কৌন বনেগা ক্রোড়পতি’র শুটিং শুরু হয়৷ এরই মধ্যে বেশ কিছু পর্বেরও শুটিং সম্পন্ন হয়েছে৷ সেই ছবি ‘বিগ বি’নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ারও করেছিলেন।

অমিতাভের কৌন বনেগা ক্রোড়পতির সেটের ২ জনের শরীরে করোনা ধরা পড়েছে। এরপর থেকেই কপালে চিন্তার ভাজ স্টুডিও পাড়ায়৷ ইতোমধ্যেই বন্ধ করা হয়েছে শুটিং৷ আলোচনার মধ্যে দিয়েই কেবিসি-র শুটিং নিয়ে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।

অমিতাভ বচ্চনের পরিবারকে করোনা রীতিমত গ্রাস করেছিল। পরিবারের চার সদস্য একসঙ্গে করোনায় আক্রান্ত হন। ১১ জুলাই বিগ বি ও অভিষেক করোনায় সংক্রমিত হয়ে মুম্বাইয়ের নানাবতী হাসপাতালে ভর্তি হয়েছিলেন। পরে ঐশ্বরিয়া রাই বচ্চন ও আরাধ্যর শরীরেও করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছিল। বর্তমানে তারা সবাই সুস্থ আছেন।