এবার করোনা থাবা বসিয়েছে অভিনেতা-বিধায়ক সোহম চক্রবর্তীর ঘরে। বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়া পোস্ট করে নিজেই জানিয়েছেন সেই খবর। শুধু সোহম একা নন, তাঁর পরিবারের প্রত্যেক সদস্যই করোনায় আক্রান্ত। চিকিৎসকের পরামর্শ মেনে তাঁরা হোম আইসোলেশনে রয়েছেন বলে জানিয়েছেন চণ্ডীপুরের তৃণমূল বিধায়ক।
করোনাই আক্রান্ত হয়েছেন তা টলিউডের একাধিক অভিনেতা। যে কারণে গতকাল চলচ্চিত্র উৎসব স্থগিত করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। আজ নতুন করে আক্রান্ত হওয়ার একাধিক খবর মিলেছে।
পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুরের তৃণমূল বিধায়ক সোহম বুধবারই গিয়েছিলেন চণ্ডীপুরের রামকৃষ্ণ মঠ পরিদর্শনে। সেখানে মহারাজদের সঙ্গে দেখা করেন তিনি। মঠের শ্রীবৃদ্ধি নিয়ে আলোচনাও করেন তারা। তার পরের বৃহস্পতিবার তিনি করোনা আক্রান্ত হন। যাঁরা যাঁরা তাঁর সংস্পর্শে এসেছেন, তাঁদের প্রত্যেককে করোনা টেস্ট করানোর আবেদন জানান অভিনেতা। পাশাপাশি সোহম নিজের সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন, ”দয়া করে নিরাপদে থাকুন, মাস্ক পড়ুন এবং করোনা সতর্কতামূলক নির্দেশিকা মেনে চলুন।”
প্রসঙ্গত, এদিন ভার্চুয়াল সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী স্পষ্ট করে জানান, ‘মাস্ক কম্পালসারি, হাতে হ্যান্ডগ্লাভস বা স্যানিটাইজার। মেয়েরা চুল ঢাকুন। মাস্ক, গ্লাভস, স্যানিটাইজার, হেডস্কার্ফ মাস্ট। প্রশাসন জোর করে কাউকে মাস্ক পরাতে পারবে না। নিজেরা দয়া করে মাস্কটা পরুন।’
করোনা আটকাতে ১৫ জানুয়ারি পর্যন্ত রাজ্যে নতুন করে একাধিক বিধিনিষেধ জারি করা হয়েছে। তবে পরিস্থিতি তাতে হাতের বাইরে চলে না যায় সেকারণেই আরও কড়া হতে পারে প্রশাসন। বৃহস্পতিবার ভার্চুয়াল সাংবাদিক সম্মেলনে স্পষ্টভাবে এমনই জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।