রাষ্ট্রপতি ভবন, সংসদ ভবনের পর এবার করোনা থাবা বসালো খোদ কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধনের মন্ত্রকে। তাঁর দপ্তরের রক্ষী করোনায় আক্রান্ত হয়ে পড়লেন। ঘটনা প্রকাশ্যে আসার পরেই গোটা দপ্তর স্যানিটাইস করা হয়েছে। রক্ষীর সংস্পর্শে আসা কর্মীদের কোয়ােরন্টাইনে পাঠানো হয়েছে। এই নিয়ে এখন ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছে স্বাস্থ্য মন্ত্রকে।
এইমসের যে দপ্তরে পড়াতেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন সেই দপ্তরের রক্ষী ছিলেন তিনি। ফলে আশঙ্কা তৈরি হচ্ছে মন্ত্রীকে নিয়েও। রক্ষীর সংস্পর্শে আসার পরেই গোটা দপ্তর স্যানিটাইস করা হয়েছে। এমনকী রক্ষীর সংস্পর্শে আসা সকলকে সেল্ফ কোয়ারেন্টাইনে যেতে বলা হয়েছে। সকলের সোয়াব পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। আতঙ্ক, আশঙ্কার দোলাচলে রয়েছে দিল্লি।
আবার ক্যান্সার হাসপাতালে ডে কেয়ারে থাকা দুই নার্সের শিশুদের শরীরেও করোনা সংক্রমণ পাওয়া গিয়েছে। তাই দুই নার্সের সংস্পর্শে আসা সকলকেই কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। হাসপাতালের একাধিক স্বাস্থ্যকর্মীকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। দিল্লির ২টি হাসপাতালের মোট ৮৮ জন স্বাস্থ্যকর্মীর শরীরে করোনার সংক্রমণ মিলেছে।