জেলা

করোনা আক্রান্ত মহিলার শ্লীলতাহানি

উত্তর ২৪ পরগণার পানিহাটি যেন ত্রাস এলাকায় পরিণত হয়েছে। এখানে একের পর এক অপরাধ ঘটলেও পুলিশের তেমন ভূমিকা লক্ষ্য করা যাচ্ছে না। মাঝেমধ্যেই গুলি–গোলা চলে বলে এই এলাকা উত্তপ্ত। এবার পানিহাটিতে তোলাবাজদের দৌরাত্ম্য চরমে উঠল। অভিযোগ, ফ্ল্যাট বিক্রির সময় দাবি মতো টাকা না দেওয়ায় করোনা আক্রান্ত মহিলাকে মারধর এবং ধর্ষণের চেষ্টা করা হয়। ৪ নম্বর দেশবন্ধু নগরে ঘটনাটি ঘটে। তারপর থেকেই আতঙ্কে রয়েছে গোটা পরিবার। এমনকী এই ঘটনা চাউর হতেই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
স্থানীয় সূত্রে খবর, নিজের বাপের বাড়ি বিক্রি করতে বিভিন্ন ক্রেতাদের সঙ্গে কথা বলছিলেন ওই মহিলা। তখনই এলাকার কয়েকজন তোলাবাজ মোটা টাকা দাবি করে বলে অভিযোগ। প্রায় এক লক্ষ টাকা তোলা চাওয়া হয় মহিলার কাছে। আর দাবি মতো টাকা চেয়ে না পেয়েই রাতে চড়াও হয় দুষ্কৃতীরা। তাঁদের ওপর হামলা করে দুষ্কৃতীরা। করোনা আক্রান্তদের মারধরের পাশাপাশি পরিবারের এক সদস্যার শ্লীলতাহানি করা হয়। ধর্ষণ করার চেষ্টা করলেও চেঁচামিচিতে তা ভেস্তে যায়।
এই ঘটনায় এলাকার আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে। করোনা আবহে পাশে থাকা তো দূর, সংক্রমিতদের সঙ্গে এমনই আচরণের অভিযোগ পানিহাটি পুর এলাকায়। থানায় অভিযোগ জানানোর পরেও পুলিশ কোনও ব্যবস্থা নেয়নি বলেই জানাচ্ছেন মহিলা। গোটা ঘটনা জানিয়ে সোশ্যাল মিডিয়াতে একটি লাইভ করেছেন মহিলা। পুলিশ এখনও কাউকে গ্রেপ্তার করতে পারেনি।