ব্রেকিং নিউজ রাজ্য

করোনায় আক্রান্ত স্বাস্থ্যভবন, আতঙ্ক

করোনার থাবা স্বাস্থ্যভবনে জাঁকিয়ে বসেছে। করোনা মোকাবিলায় কাজ করা দুটি সেলের প্রায় ২০ জনের এই সংক্রমণ হয়েছে বলে সূত্রের খবর। যা নিয়ে আতঙ্ক বাড়ছে স্বাস্থ্যভবনে। লকডাউন থেকে আনলক হতেই পরিস্থিতি খুব খারাপ হয়েছে। কলকাতা–সহ একাধিক জেলায় ক্রমেই চওড়া হচ্ছে করোনার থাবা। বাধ্য হয়ে রাজ্যের সমস্ত কনটেইনমেন্ট জোনে ফের কড়া লকডাউন শুরু হচ্ছে। অনেকে রসিকতা করে বলছেন, হ্যাপি লকডাউন।
সূত্রের খবর, করোনা প্রতিরোধে স্বাস্থ্যভবন দুটি সেল তৈরি করেছে। এক একটি সেলে রয়েছে ১৫ জন। অর্থাৎ ৪ জন করে চিকিৎসক, মনোবিদ, এবং চিকিৎসা কর্মীরা। মঙ্গলবারই প্রায় পাঁচ জনের করোনা সংক্রমণ ধরা পড়েছে। এবার দুটি সেল মিলিয়ে আরও ১৪ জনের করোনা পজিটিভ ধরা পড়েছে। ফলে করোনা প্রতিরোধ যাঁরা করবেন আজ তাঁরাই আক্রান্ত। তাহলে কী করে প্রতিরোধ গড়ে উঠবে?‌ উঠছে প্রশ্ন।
নবান্ন থেকে জানানো হয়েছে, আগামী বৃহস্পতিবার বিকাল ৫টা থেকে এলাকাভিত্তিক কনটেইনমেন্ট জোন ও বাফার জোনে কড়া লকডাউন শুরু হবে। স্বাস্থ্যভবনের দুটি কোভিড সেলের মধ্যে প্রথম সেলে ১৫ জনের মধ্যে ১৩ জনের রিপোর্ট পজিটিভ। আর দ্বিতীয় সেলে করোনা আক্রান্ত হয়েছেন এক চিকিৎসক। যদি এই খবর চেপে দেওয়া হচ্ছে। কেন এমন করা হচ্ছে তার উত্তর নেই। এবার কী স্বাস্থ্যভবনকে কনটেইনমেন্ট জোন ধরা হবে?‌ উত্তর খুঁজছে বাংলার মানুষ।