A stuff of supreme court has been attacked by corona virus. Another two stuff has gone to self isolation, who went to close with that stuff.
দেশ

করোনার প্রকোপে পড়ল সুপ্রিম কোর্টও

এবার তালিকায় নাম লেখাল সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট। কারণ করোনা থাবা বসিয়েছে সুপ্রিম কোর্টে। দেশের সর্বোচ্চ আদালতের এক কর্মীর শরীরে মিলেছে করোনা ভাইরাসের অস্তিত্ব। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন ওই ব্যক্তি। তাঁর সংস্পর্শে আসা আদালতের আরও দু’জনকে সেলফ আইসোলেশনে পাঠানো হয়েছে। তারপরেই শুরু হয়েছে সেখানে স্যানিটাইজেশনের কাজ।
সূত্রের খবর, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রি বিভাগের সেকশন–৪, কর্মরত ছিলেন ওই ব্যক্তি। গত ১৬ এপ্রিল তিনি শেষ কাজে এসেছিলেন। গত সোমবার আদালত জানতে পারে তিনি কোভিড–১৯ পজিটিভ। এখন তিনি হাসপাতালে চিকিৎসাধীন। আক্রান্তের পরিবারকেও রাখা হয়েছে আইসোলেশনে। তাঁদেরও করোনা পরীক্ষা করা হবে। আক্রান্ত ব্যক্তি কর্মরত অবস্থায় কাদের সংস্পর্শে এসেছিলেন সুপ্রিম কোর্ট সেই খোঁজই চালাচ্ছে।
করোনা পরিস্থিতির শুরু থেকেই সংক্রমণ রুখতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে শুনানি শুরু করেছে আদালত। শুধুমাত্র জরুরি মামলার শুনানি আপাতত শুনছে আদালত। সাধারণ মানুষ ও আইনজীবীদের প্রবেশ এখন নিষেধ আদালতে।