বিনোদন লিড নিউজ

করোনা আক্রান্ত ঋতুপর্ণা, ঋদ্ধি 

একের পর এক করোনায় আক্রান্ত হচ্ছেন রুপোলি জগতের একাধিক অভিনেতা- অভিনেত্রী। এবার অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তর করোনা আক্রান্ত হওয়ার খবর মিলেছে।দ্বিতীয়বার আক্রান্ত হলেন অভিনেত্রী। জানা গিয়েছে, তাঁর পরিবারের একাধিক সদস্যও করোনায় আক্রান্ত হয়েছেন। আপাতত নিজের বাড়িতেই আইসোলেশনে রয়েছেন ঋতুপর্ণা ।

করোনা আক্রান্ত হয়েছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা কৌশিক পুত্র অভিনেতা ঋদ্ধি সেন। সোশ্যাল মিডিয়ায় নিজেই এ খবর জানিয়েছেন তিনি।

করোনা ক্রমশ জাল বিস্তার করেই চলেছে। ইতিমধ্যেই মারণ ভাইরাসে কবলে পড়েছেন অভিনেতা দেব, পরমব্রত চট্টোপাধ্যায়, রুদ্রনীল ঘোষ, পরিচালক সৃজিত মুখোপাধ্যায়, রাজ চক্রবর্তী, অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়, মিমি চক্রবর্তী, সোহম চক্রবর্তী, বনি সেনগুপ্ত, শ্রীলেখা মিত্র সহ টলিউডের একঝাঁক তারকা। যে কারণে স্থগিত করে দেওয়া হয়েছে ২৭ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবও।

ফেলে আসা দিন গুলো কখনও সুখের হয় আবার কখনও দুঃখের। কিন্তু করোনাকালে কাটানো দিনগুলোর কথা মনে করলে এখনো শিউরে উঠতে হয়। প্রথম এবং দ্বিতীয় ঢেউ যেভাবে ছড়িয়ে পড়েছিল ফের সেই একইরকমভাবে দ্রুতগতিতে ছড়িয়ে পড়ছে মারণ ভাইরাস করোনা।

উল্লেখ্য, গত কয়েক দিনের রিপোর্টের বলছে, কলকাতায় করোনা সংক্রমণ ছাড়িয়েছে প্রায় ১০ গুণের বেশি। বড়দিন কিংবা বর্ষবরণের রাতের ভিড়কেই এর জন্য দায়ী করা হচ্ছে। বলিউডে নিত্যদিন একের পর এক তারকার করোনায় আক্রান্ত হওয়ার খবর প্রকাশ্যে আসছে।