ব্রেকিং নিউজ রাজ্য

রাইসিনা অন্দরে করোনা থাবা

রাষ্ট্রপতি ভবনে এবার ছড়াল করোনা আতঙ্ক। কারণ ভবনের এক স্যানিটেশন কর্মীর আত্মীয়ের শরীরে মিলেছে মারণ ভাইরাস। তিনি রাষ্ট্রপতি ভবনের কর্মী না হলেও সেই প্রাঙ্গণেই থাকেন। যদিও পরিবারের বাকি সদস্যদের নেগেটিভ রিপোর্ট মিলেছে। যিনি করোনায় আক্রান্ত হয়েছেন তিনি রাষ্ট্রপতি ভবনের কর্মী নন। কিন্তু ওখানেই থাকেন। ফলে রাষ্ট্রপতি ভবনের ১২৫টি বাড়ি–সহ গোটা কমপ্লেক্স আইসোলশনে চলে গেল।
কিছুদিন আগে রাষ্ট্রপতি ভবনের স্যানিটেশন কর্মীর পুত্রবধূর মায়ের মৃত্যু হয় করোনাভাইরাসে। তাঁর শেষকৃত্যে গোটা পরিবার উপস্থিত ছিল। গোটা পরিবারকে সরকারি পরিষেবায় আইসোলেশনে পাঠানো হয়েছে। যদিও পরিবারে সবারই করোনা টেস্টের রিপোর্ট নেগেটিভ এসেছিল। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, ইতিমধ্যেই দেশের করোনা আক্রান্তের সংখ্যা ১৮ হাজার ছাড়িয়েছে। ৫৯০ জন প্রাণ হারিয়েছেন। নতুন করে ৯৪৫ জন করোনায় আক্রান্ত হওয়ায় সংখ্যাটা ১৮ হাজার ৬০১ হয়েছে। এই পরিস্থিতিতে রাইসিনা হিলসের ঘটনা সবাইকে চমকে দিয়েছে।
স্যানিটেশন কর্মীর পুত্রবধূর রিপোর্ট পজিটিভ আসে। এরপরই আতঙ্ক ছড়ায় রাষ্ট্রপতি ভবনে। সেখানকার সব বাড়ি অর্থাত্‍‌ ১২৫টি পরিবারকেই আইসোলেশনে রাখা হয়েছে। রাষ্ট্রপতি ভবন জুড়ে জীবাণুমুক্তের কাজ শুরু হয়েছে। আর রাষ্ট্রপতি ভবনের স্যানিটেশন কর্মীর আত্মীয়ের জন্যই এই ঘটনা ঘটেছে। গোটা বিষয়টির তদন্ত শুরু করা হয়েছে। প্রত্যেকের করোনা পরীক্ষা সেখানে শুরু হয়েছে।