এতদিন পুলিশকর্মীদের করোনা সংক্রমণ হচ্ছিল। থানায় একসঙ্গে কয়েকজন পুলিশকর্মীর করোনায় আক্রান্ত হওয়ার ঘটনা দেখেছে মহানগরী। ওসি থেকে ডিসি পদাধিকারী পুলিশকর্তাদেরও করোনা হয়েছিল। এবার করোনায় আক্রান্ত হলেন কলকাতা পুলিশ কমিশনার অনুজ শর্মা। তাঁর কোভিড পজিটিভ রিপোর্ট এসেছে। লালবাজারে শুরু হয়েছে তাঁর ঘর স্যানিটাইজ করার প্রক্রিয়া। রাজ্যে সম্পূর্ণ লকডাউন তুলে নেওয়া হয়েছে। সব পরিষেবা খুলে দেওয়া হচ্ছে। আর তা থেকেই সংক্রমণ ছড়িয়ে পড়ছে বেশি বলে অভিযোগ সাধারণ মানুষের।
এদিকে করোনায় আক্রান্ত হয়ে ইতিমধ্যেই কলকাতায় মৃত্যু হয়েছে এক অ্যাসিস্ট্যান্ট কমিশনারের। আগস্ট মাসে প্রাণ হারান সেন্ট্রাল ডিভিশনের এসি উদয়শঙ্কর বন্দ্যোপাধ্যায়। বেশ কয়েকজন সিভিক ভলেন্টিয়ারের মৃত্যুও হয়েছে। আক্রান্তও বহু। এবার কোভিড পজিটিভ রিপোর্ট এল কলকাতা পুলিশ কমিশনার অনুজ শর্মার। তাঁর মৃদু উপসর্গ রয়েছে বলে খবর। কলকাতা পুলিশ কমিশনার যদি করোনায় আক্রান্ত হন তাহলে রাজবাসী কতটা নিরাপদ? উঠছে প্রশ্ন।
অন্যদিকে করোনা পরিস্থিতিতে রাস্তায় নেমে লকডাউন বলবৎ করছেন পুলিশকর্মীরা। লকডাউন–পর্বে রাস্তায় নেমেছিলেন খোদ পুলিশ কমিশনার। বুধবার পর্যন্তও অফিস করেছেন অনুজ শর্মা বলে খবর। সামান্য জ্বর ছিল তাঁর। বৃহস্পতিবার সকালে পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। তাঁর শরীরে কার কাছ থেকে সংক্রমণ ছড়াল তা খতিয়ে দেখা হচ্ছে। আর রাজ্যে সুস্থতার হার বাড়ছে বলে চাউর করা হচ্ছে। সেটা কতটা হচ্ছে তা নিয়ে প্রশ্ন করতে শুরু করেছেন জনগণ। যাঁরা অনুজ শর্মার সংস্পর্শে এসেছেন, তাঁদের কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। স্যানিটাইজ করা হয়েছে লালবাজারে পুলিশ কমিশনারের ঘর।