উৎসব মরশুম শুরু হতেই করোনা নিজস্ব মেজাজ দেখাতে শুরু করেছে। বেড়েই চলেছে করোনা সংক্রমণ। আর তার জেরে আক্রান্ত হচ্ছেন রাজ্যের সাধারণ মানুষ। চিকিৎসকদের সতর্কবাণী, এই পুজোয় যদি রাস্তায় মানুষের ঢল নামে তাহলে রাজ্যে করোনা সুনামি দেখা দেবে। কেরলের ওনাম উৎসবের পর যা হয়েছে তা থেকে শিক্ষা নেওয়া উচিত।
এবার করোনা আক্রান্ত হলেন শ্রম দপ্তরের প্রতিমন্ত্রী নির্মল মাঝি। জানা গিয়েছে, অল্প জ্বর, শ্বাসকষ্ট রয়েছে তাঁর। শনিবার রাত সাড়ে ১০টায় কলকাতা মেডিক্যাল কলেজের সুপার স্পেশালিটি ব্লকে ভর্তি হন তিনি। বেসরকারি হাসপাতাল থেকে করোনা রিপোর্ট করেন তিনি। এই পরিস্থিতিতে চিন্তা বেড়েছে ঘাসফুল শিবিরের। কারণ নির্মল মাঝি চিকিৎসক সংগঠনের সঙ্গে জড়িত। এই ঘটনায় চিকিৎসকদের মনোবলে ধাক্কা লাগতে পারে বলে মনে করছেন অনেকে।
উল্লেখ্য, মাসখানেক আগে ব্রেইন স্ট্রোক হয়ে বেশ কয়েকদিন এসএসকেএম হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হয়েছে। মেডিক্যাল কলেজের সুপার স্পেশালিটি ব্লকের ভিআইপি কেবিনে ভর্তি রয়েছেন তিনি। হাসপাতাল সূত্রে এখন তিনি স্থিতিশীল বলা হলেও চিন্তার ভাঁজ পড়েছে সর্বত্র।