করোনা জাঁকিয়ে বসেছে বঙ্গে। আর তা থেকে ছাড় পাচ্ছেন না সাধারণ মানুষ থেকে রাজনৈতিক নেতা–নেত্রীরা। রোজ রাজ্যে বাড়ছে করোনা আতঙ্ক। এবার তার মধ্যেই করোনা সংক্রমণের আশঙ্কায় হোম কোয়ারেন্টাইনে পাঠানো হল মালদহ জেলা তৃণমূল কংগ্রেস সভানেত্রী মৌসম বেনজির নুরকে। এদিন জেলা স্বাস্থ্য দপ্তর থেকে এই নির্দেশিকা এসেছে বলে জেলা তৃণমূল সূত্রে খবর। কোথা থেকে তাঁর মধ্যে সংক্রমণ এসেছে তা খতিয়ে দেখছে জেলা স্বাস্থ্য দপ্তর। এমনকী করোনা সংক্রমণ হয়েছে নাকি পুরোটাই আশঙ্কা তাও খতিয়ে দেখা হচ্ছে।
সম্প্রতি করোনা পজিটিভ হয়েছেন মালদহ জেলা তৃণমূলের প্রাক্তন সভাধিপতি তথা তৃণমূল কংগ্রেসের আদিবাসী সংগঠনের নেত্রী সরলা মূর্মু। তাঁর স্বামীও করোনায় সংক্রমিত হয়েছেন। গত ২৭ জুলাই সরলা ও অন্যান্য নেতাদের সঙ্গে দলের একটি বৈঠকে যোগ দেন মৌসম নুর। সেখান থেকেই তাঁর মধ্যে করোনাভাইরাস সংক্রমিত হয়েছে বলে মনে করা হচ্ছে। কিছু শারীরিক অসুবিধা দেখা দেওয়ায় তাঁকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।
জানা গিয়েছে, সরলা মূর্মু করোনা পজিটিভ হওয়ার পরই জেলা স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে ওই বৈঠকে থাকা তৃণমূল নেতা–নেত্রীদের হোম কোয়ারেন্টাইনে যেতে বলা হয়। তালিকায় রয়েছেন জেলার একাধিক শীর্ষ তৃণমূল নেতা। এই পরিস্থিতিতে আতঙ্কও ছড়িয়েছে মালদহে। এখন বাড়ি থেকে কেউ বেরচ্ছেন না। বিশেষ করে যাঁদের হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।