Hariyana Government has announced that the salary of all the Government doctors,nurse and health workers will be doubled.
বাংলাদেশ

করোনার থাবায় জর্জরিত লালমনিরহাট

এবার লালমনিরহাট। যার অন্তর্গত আদিতমারী এবং হাতীবান্ধা। এই উপজেলায় দুই স্বাস্থ্যকর্মী–সহ নতুন করে ৯ জনের শরীরে করোনার সংক্রমণ মিলেছে। এই তথ্যের সত্যতা নিশ্চিত করেন লালমনিরহাট জেলা সিভিল সার্জন নির্মলেন্দু রায়। বাংলাদেশের এখানে করোনার থাবা বসানো বাকি ছিল। কিন্তু এবার সেখানেও ঢুকে পড়ল এই মারণ ভাইরাস। যা নিয়ে চিন্তিত এলাকার মানুষজন।
জানা গিয়েছে, স্বাস্থ্যকর্মী দু’‌জনের একজন আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ব্রাদার। অপরজন একই হাসপাতালের কুষ্ঠ–যক্ষা নমুনা সংগ্রহকারী। এই উপজেলার আরও ৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এছাড়া হাতীবান্ধা উপজেলার ২৩ বছরের এক নারীর করোনাভাইরাস শনাক্ত হয়েছে। সব মিলিয়ে কঠিন পরিস্থিতি তৈরি হয়েছে এখানে।
লালমনিরহাট জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে খবর, জেলায় মোট ১৩ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তার মধ্যে সদর উপজেলার এক বাবা ও তাঁর ছেলে সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন। করোনা পরীক্ষার ফল পজিটিভ আসার প্রেক্ষিতে আদিতমারী উপজেলার সাপ্টিবাড়ি ইউনিয়নের একটি গ্রামের সাতটি বাড়ি, পলাশী ইউনিয়নের একটি গ্রামের ৯টি বাড়ি এবং হাতীবান্ধা উপজেলার একটি গ্রামের ২১টি বাড়ি সিল করা হয়েছে।