জেলা

করোনায় আক্রান্ত রাজ্যের খাদ্যমন্ত্রী

এবার করোনা আক্রান্ত হলেন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। মৃদু উপসর্গ নিয়ে বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি। করোনা রিপোর্ট পজিটিভ এল খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের। কোনও ঝুঁকি না নিয়ে রবিবার সন্ধ্যেবেলা তাঁকে ভর্তি করা হয়েছে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে। খাদ্যমন্ত্রীর হাই ডায়াবেটিস রয়েছে। সেই বিষয়টা ভাবাচ্ছে চিকিৎসকদের।
সূত্রের খবর, কয়েকদিন আগে দলীয় কাজে স্বরূপনগর গিয়েছিলেন জ্যোতিপ্রিয়। সেখান থেকে রাতে বাড়ি ফিরে মৃদু উপসর্গ দেখা যায়। দেরি না করে পারিবারিক চিকিৎসকের সঙ্গে কথা বলেন তিনি। চিকিৎসকের পরামর্শেই তিনি করোনা পরীক্ষা করান। আজ সেই পরীক্ষা রিপোর্ট পজিটিভ এসেছে। উল্লেখ্য, খাদ্যমন্ত্রী অবশ্য প্রথম নয়। তৃণমূলের অন্দরে করোনা সংক্রমণ ও তার ফলে মৃত্যুর ঘটনাও ঘটেছে। করোনা সংক্রমণে মৃত্যু হয়েছিল দক্ষিণ ২৪ পরগনার ফলতার তৃণমূল বিধায়ক তমোনাশ ঘোষের।
কয়েকদিন আগে গত মে মাসে করোনা আক্রান্ত হন রাজ্যের দমকলমন্ত্রী সুজিত বসু। রাজ্যের কোনও মন্ত্রীর করোনা আক্রান্ত হওয়া সেই প্রথম। কিছুদিন আগে তাঁর বাড়ির পরিচারিকা অসুস্থ হয়ে পড়েন। তাঁর লালারসের নমুনা পরীক্ষা করে করোনা পজেটিভ ধরা পড়ে। এরপরই মন্ত্রী বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালে নিয়ে তাঁর নমুনা পরীক্ষা করান। উপসর্গহীন হলেও কোভিড পজেটিভ হন তিনি। আবার দিনকয়েক আগেই কোভিড যুদ্ধে পরাজিত হন এগরার তৃণমূল বিধায়ক সমরেশ দাস। করোনার কারণেই মৃত্যু হয় ৭৬ বছর বয়সি বিধায়কের। তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। করোনায় আক্রান্ত হয়েছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীও। এবার আক্রান্ত হলেন জ্যোতিপ্রিয় মল্লিক।