one more corona attacked patient found in WB
লিড নিউজ

নতুন করে ৫৪০ জন করোনা আক্রান্ত

ভারতে নতুন করে ৫৪০ জনের শরীরে মিলল করোনাভাইরাস। ফলে দেশে এখন করোনা রোগীর সংখ্যা ৫,৭৩৪। যদিও নতুন আক্রান্তের পাশাপাশি রোগমুক্ত হয়ে ছাড়া পেয়ে গিয়েছেন ৪৭৪ জন। যদিও ১৬৬ জনের মৃত্যুও হয়েছে। গত ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যা ১৭।
গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্তের সংখ্যা কিছুটা কম। দেশে করোনা রোগী বাড়ানোর পেছনে মূল ভূমিকা পালন করছে তিনটে রাজ্য। মহারাষ্ট্র, তামিলনাড়ু আর দিল্লি। মহারাষ্ট্রে করোনা রোগীর সংখ্যা ১১৩৫, তামিলনাড়ুতে ৭৩৮ আর দিল্লিতে ৬৬৯। তামিলনাড়ু আর দিল্লিতে রোগী বাড়ার সঙ্গে নিজামুদ্দিন যোগ স্পষ্ট।
তুলনায় অনেকটাই ভালো অবস্থায় রয়েছে পশ্চিমবঙ্গ। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তথ্য বলছে, বর্তমানে এই রাজ্যে মোট আক্রান্ত ১০৩। এঁদের মধ্যে বর্তমানে চিকিৎসাধীন ৭১।
রোগীর সংখ্যা এখনও বাড়তে থাকায় ১৪ এপ্রিলের পর যে লকডাউন প্রত্যাহার করা হবে না, সেটা নিশ্চিত করেই বলে দেওয়া যায়। সর্বদলীয় বৈঠকে এমনই ইঙ্গিত দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকের পর এই নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে শনিবার।