বাংলাদেশে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বেড়েই চলছে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় আরও ৩০৬ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। ফলে এখনও পর্যন্ত মোট ২,১৪৪ জনের শরীরে এই মারণ ভাইরাসের উপস্থিতি শনাক্ত করা গিয়েছে। সেদেশে নভেল করোনাভাইরাসে আরও ৯ জন প্রাণ হারিয়েছেন। ফলে মোট সংখ্যা বেড়ে হয়েছে ৮৪ জন।
আবার বাংলাদেশে একদিনে সুস্থ হয়ে উঠেছেন আরও ৮ জন। ফলে এই মারণ ভাইরাসের সঙ্গে অসম যুদ্ধে জিতে বাড়ি ফিরেছেন মোট ৬৬ জন। ফলে এই পরিস্থিতি যেমন ভাল তেমনি আতঙ্কের বলে মনে করছেন বাংলাদেশের বাসিন্দারা। স্বাস্থ্য মন্ত্রকের অধীনস্থ রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের পরিচালক অধ্যাপক মীরজাদী সেব্রিনা ফ্লোরা জানান, এই মুহূর্তে ৫৬৪ জন হাসপাতালে চিকিৎসা চলছে। তার মধ্যে ১১ জনের অবস্থা সংকটজনক। খারাপের আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
এখন পর্যন্ত বাংলাদেশের ৫২টি জেলায় করোনাভাইরাসের সংক্রমণ ঘটেছে। সবচেয়ে বেশি রোগী সন্ধান পাওয়া গিয়েছে ঢাকা জেলা থেকে। এই সংখ্যাটা ৭৬৮ জন। তাঁদের মধ্যে ৭৪০ জন শুধুমাত্র ঢাকা শহরের বাসিন্দা। ঢাকার পরেই আছে নারায়ণগঞ্জ। সেখানে করোনা রোগীর সংখ্যা বেড়ে ২৮৯ জন দাঁড়িয়েছে। ঢাকার পাশের আর একটি জেলা গাজীপুর করোনার নয়া ভরকেন্দ্র হয়ে উঠছে বলে সতর্ক করা হয়েছে।