এবার করোনার থাবা বসল সৌদি আরবের রাজপরিবারে। সেখানের খবর, অন্তত ১৫০ জন সদস্য আক্রান্ত হয়েছেন। গত সপ্তাহেই তাঁদের পরিবারের কিছু সদস্য কোভিড–১৯ রোগে সংক্রমিত হন। রাজপরিবারের চিকিৎসকদের পক্ষ থেকে এই খবর জানা গিয়েছে। ফলে সৌদি জুড়ে প্রবল আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
এখানে আক্রান্তদের মধ্যে ৭০ বছরের রিয়াদের গভর্নর প্রিন্স ফয়সাল বিন বান্দার বিন আব্দুল আজিজ আল সউদ কোভিড–১৯ সংক্রমণে আক্রান্ত হয়ে আইসিইউতে রয়েছেন। সংক্রমণের হাত থেকে বাঁচতে নিজ উদ্যোগে আইসোলেশনে রয়েছেন সৌদির বাদশাহ সলমান এবং যুবরাজ মহম্মদ বিন সোলেমান। টেনশন এখানে মাথাচাড়া দিয়ে উঠেছে। এখনও পর্যন্ত সৌদি আরবে করোনাভাইরাসে মোট আক্রান্ত হয়েছেন ২, ৯৩২ জন এবং মৃত্যু হয়েছে ৪১ জনের।
এই পরিস্থিতিতে সৌদি রাজপরিবারের চিকিৎসার জন্য একটি অভিজাত হাসপাতালে ৫০০ শয্যা প্রস্তুত করা হয়েছে। সৌদি আরবের একাধিক যুবরাজের অনেকেই ইউরোপ, আমেরিকা–সহ বিভিন্ন দেশে যাওয়া আসা করেন। প্রাথমিক অনুমান, বিদেশ থেকে তারা আক্রান্ত কোনও ব্যক্তির সংস্পর্শে আসার পরই রাজপরিবারে এই রোগ ছড়িয়েছে।