152 new members of the police have been infected with corona. The total number of Corona infected members in Bangladesh Police is 4,053. They took to the streets to ensure the safety of people infected with corona. So far, 14 of the infected policemen have died. However, 1,119 policemen have returned home after recovering.
বাংলাদেশ

চার হাজার পুলিশ করোনায় আক্রান্ত!‌

এবার করোনার থাবা বসল পুলিশ মহলে। করোনাভাইরাসে নতুন করে সংক্রমিত হয়েছেন ১৫২ জন পুলিশকর্মী। এই নিয়ে পুলিশে করোনায় সংক্রমিত সদস্যের সংখ্যা ৪ হাজার ছাড়াল। মঙ্গলবার পুলিশ সদর দপ্তরের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য প্রকাশিত হয়। ফলে গোটা বাংলাদেশে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, নতুন করে পুলিশের ১৫২ জন সদস্য করোনায় সংক্রমিত হয়েছেন। মোট বাংলাদেশ পুলিশে করোনায় সংক্রমিত সদস্যের সংখ্যা ৪ হাজার ৫৩। তাঁরা রাস্তায় নেমে মানুষের সুরক্ষা নিশ্চিত করতে গিয়ে করোনায় সংক্রমিত হয়েছেন। এখনও পর্যন্ত সংক্রমিত পুলিশ সদস্যদের মধ্যে ১৪ জন মারা গিয়েছেন। তবে সুস্থ হয়ে ১ হাজার ১১৯ জন পুলিশকর্মী বাড়ি ফিরেছেন। তাঁদের মধ্যে অনেকে ইতিমধ্যে আবার কাজে যোগ দিয়েছেন।
পুলিশ সূত্রে খবর, সদস্যদের মধ্যে করোনার সংক্রমণ ঝুঁকি কমাতে বিভিন্ন ধরনের প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। বেসরকারি হাসপাতাল ভাড়া করা–সহ সব পুলিশ হাসপাতালে চিকিৎসার জন্য পর্যাপ্ত পরিমাণ উন্নত চিকিৎসা সরঞ্জাম সংযোজন করা হয়েছে। এতে সংক্রমণের হার যেমন ক্রমান্বয়ে কমছে, তেমনি সুস্থতার হার বাড়ছে।