Six people, including an SSC examinee, were infected with coronavirus in Faridpur on Monday. With this, 32 corona patients were identified in Faridpur district.
বাংলাদেশ

ফরিদপুরে ৬ জন করোনায় আক্রান্ত

কিছুতেই শান্তি মিলছে না। করোনা থেকে রেহাই পাওয়া যাচ্ছে না। সোমবার ফরিদপুরে এক এসএসসি পরীক্ষার্থী– সহ ৬ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এই নিয়ে ফরিদপুর জেলায় ৩২ জন করোনা রোগী শনাক্ত হল। ফরিদপুরের এক চিকিৎসক সূত্রে এই তথ্য মিলেছে।
এই শনাক্ত ৬ জনের মধ্যে পাঁচজনের বাড়ি ফরিদপুরের বোয়ালমারী উপজেলার চতুল ইউনিয়নের একটি গ্রামে। সংক্রমিত ব্যক্তিদের মধ্যে একজনের বয়স ৫০ বছর। তাঁর স্ত্রীর বয়স ৪০ বছর। তাঁর ভাইয়ের স্ত্রীর বয়স ৩৬, আর এক ভাইয়ের ছেলের বয়স ২০ এবং ভাইয়ের মেয়ের বয়স ১৪ বছর। এদের এক স্বজন সম্প্রতি ঢাকার গেন্ডারিয়া এলাকা থেকে বাড়িতে আসেন। তিনি করোনা সংক্রমিত ছিলেন। তাঁর সংস্পর্শে আসায় ওই পরিবারের বাকি পাঁচ সদস্যও করোনায় আক্রান্ত হলেন।
তবে করোনায় আক্রান্ত হয়েছে এক এসএসসি পরীক্ষার্থীও। তার বয়স ১৮। সে ফরিদপুরের সদরপুর উপজেলার ঢেউখালী ইউনিয়নের একটি গ্রামের বাসিন্দা। জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে খবর, ফরিদপুর মেডিকেল কলেজের ল্যাবে ১৬৮টি নমুনা পরীক্ষা করা হয়। তার মধ্যে ফরিদপুরের ৯৪ ও গোপালগঞ্জের ৭৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। পরীক্ষায় ফরিদপুরের ছয়জন ও গোপালগঞ্জের দু’‌জনের করোনার সংক্রমণ মিলেছে।
এখনও পর্যন্ত মোট ৩২ জনের করোনা শনাক্ত হলো। এই ৩২ জনের মধ্যে বোয়ালমারীতে ১০, ফরিদপুর সদরে ৭, নগরকান্দায় ৫, ভাঙ্গায় ৩, চরভদ্রাসন, আলফাডাঙ্গায়, সদরপুরে ২ জন এবং মধুখালীতে একজন করোনায় আক্রান্ত হয়েছেন। ফরিদপুরের পুলিশ সুপার মহম্মদ আলিমুজ্জামান জানান, বোয়ালমারীর চতুল ইউনিয়নে করোনায় সংক্রমিত পাঁচজনের বাড়ি আগেই সিল করা হয়েছে। সদরপুরের ঢেউখালী ইউনিয়নের এসএসসি পরীক্ষার্থীর বাড়িটিও সিল করা হয়।