দেশ

দেশে আক্রান্তের সংখ্যা ১০ হাজার ছাড়াল

করোনা আক্রান্তের সংখ্যা ১০ হাজারের গণ্ডি ছাড়িয়ে গেল। গত ২৪ ঘণ্টায় ১ হাজার ২১১ জনের করোনা সংক্রমণ ধরা পড়েছে। মোট ১০ হাজার ৫৮৬ জন করোনা আক্রান্ত বলে জানাচ্ছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। গত ২৪ ঘণ্টায় দেশজুড়ে মৃতের সংখ্যাও ৩৫৮ হয়েছে। ইতিমধ্যেই গোটা দেশ জুড়ে নমুনা পরীক্ষা বাড়িয়ে দেওয়া হয়েছে। গোটা দেশে ২২১টি ল্যাবরেটরিতে নমুনা পরীক্ষা চলছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী।
দেশের মধ্যে মহারাষ্ট্র, দিল্লি এবং তামিলনাড়ু— এই তিন রাজ্যের পরিস্থিতি উদ্বেগজনক। মহারাষ্ট্রে করোনা আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি। সেখানে ২ হাজার ৩৩৪ জন সংক্রমিত। এর পরেই রয়েছে দিল্লি। সেখানে করোনা ধরা পড়েছে ১ হাজার ৫১০ জনের। তামিলনাড়ুতে ১ হাজার ১৭৩ জন আক্রান্ত ধরা পড়েছে।
মহারাষ্ট্রে মৃতের সংখ্যাও সবচেয়ে বেশি। সেখানে ১৬০ জনের মৃত্যু হয়েছে। তারপরেই রয়েছে মধ্যপ্রদেশ। সেখানে মারা গিয়েছেন ৪৩ জন। দিল্লিতে মৃতের সংখ্যা ২৮। মঙ্গলবারই দেশে লকডাউন আরও ১৯ দিন অর্থাৎ ৩ মে পর্যন্ত বাড়ানো হয়েছে। দেশের যে সব এলাকায় হটস্পট তৈরি হয়েছে তা নিয়ে রাজ্যগুলিকে সতর্ক থাকতে নির্দেশ দিয়েছেন নরেন্দ্র মোদী।