করোনায় আক্রান্ত হলেন বিজেপি’র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি ভর্তি হলেন সল্টলেকের বেসরকারি হাসপাতালে। হাসপাতাল সূত্রে খবর, তাঁর শরীরে জ্বর রয়েছে ১০২। তবে অক্সিজেনের পরিমান স্বাভাবিক রয়েছে। কয়েকদিন আগে দিলীপ ঘোষের অসুস্থতার খবর মিলেছিল। সমস্ত কর্মসূচি বাতিল করে নিভৃতবাসে চলে গিয়েছিলেন।
সম্প্রতি বিজেপি’র নবান্ন অভিযানের পর একের পর বিজেপি নেতা–কর্মীরা করোনায় আক্রান্ত হচ্ছেন বলে খবর। যদিও সম্প্রতি বিজেপি যুব মোর্চার রাজ্য সভাপতি সৌমিত্র খাঁ অভিযোগ করেছেন, নবান্ন অভিযানে বিজেপি কর্মীদের উপর যে রঙিন জল স্প্রে করেছিল পুলিশ, তাতে করোনাভাইরাস মেশানো ছিল। যদিও এই অভিযোগ একেবারেই ভিত্তিহীন বলছেন বিশেষজ্ঞরাই। নবান্ন অভিযানের পরই করোনায় আক্রান্ত হয়েছিলেন আর এক বিজেপি নেতা জয় বন্দ্যোপাধ্যায়।
আনলক হওয়ার পর থেকে রাজ্যের বিভিন্ন জায়গায় জনসভা করেছেন দিলীপ ঘোষ। কর্মীদের সঙ্গে জনসংযোগও সেরেছেন। ছিলেন দলের নবান্ন অভিযানেও। মাসখানেক আগেই দিলীপ ঘোষ বলেছিলেন, করোনা চলে গিয়েছে। তা সত্বেও মুখ্যমন্ত্রী শুধু শুধু লকডাউন করে ঢং করছেন। আসলে বিজেপি যাতে এই রাজ্যে মিটিং-মিছিল না করতে পারে, তাই লকডাউন করা হচ্ছে। কিন্তু আমরা মিছিল করবই। যেখানে বেরোব, সেখানেই মিছিল হবে। যেখানে দাঁড়াব, সেখানেই মিটিং হয়ে যাবে। কারও আটকানোর ক্ষমতা নেই। আর আজ তিনি নিজেই করোনা আক্রান্ত হলেন।