রাজ্য

করোনায় আক্রান্ত বউবাজার থানার ওসি

করোনা আক্রান্ত হলেন বউবাজার থানার ওসি। এই নিয়ে কলকাতা পুলিশের মোট ৮ জন করোনায় আক্রান্ত হলেন। এখন বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন তিনি। মঙ্গলবার সকাল থেকেই অসুস্থবোধ করতে থাকেন পুলিশ অফিসার। রাতে শরীর আরও খারাপ হলে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। তাঁর লালারসের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষার জন্য নাইসেডে পাঠানো হয় নমুনা। রিপোর্ট আসে পজেটিভ।
এখন পর্যন্ত কলকাতা পুলিশের মোট ৮ জন করোনায় আক্রান্ত হলেন। করোনা মোকাবিলায় সামনের সারিতে থেকে যাঁরা যুদ্ধ করছেন, তাঁদের মধ্যে অন্যতম হচ্ছে পুলিশ প্রশাসন। স্বাভাবিকভাবেই কড়া নজর দিচ্ছে লালবাজার। পাশাপাশি পুলিশ কর্মীদের সুরক্ষা নিয়েও তৎপর লালবাজার। ওসির রিপোর্ট পজেটিভ মিলতেই বুধবার স্যানিটাইজ করা হয়েছে থানা, আশপাশের এলাকা এবং ব্যারাক। থানায় যেসব পুলিসকর্মীরা ওই অফিসারের সংস্পর্শে এসেছিলেন তাঁদেরও নমুনা সংগ্রহ করা হয়েছে। তাঁদের সবাইকে হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, করোনার সংক্রমণের জেরে মঙ্গলবারই জোড়াবাগান ট্রাফিক গার্ডকে কনটেইনমেন্ট জোন হিসেবে চিহ্নিত করে লালবাজার। করোনায় আক্রান্ত হন জোড়াবাগান ট্রাফিক গার্ডের সার্জেন্ট। তারপরই ওই ট্রাফিক গার্ডের আরও কয়েকজনেরও জ্বর দেখা দেয়। এরপরই কোনও ঝুঁকি না নিয়ে জোড়াবাগান ট্রাফিক গার্ডকে কনটেইনমেন্ট জোন হিসেবে চিহ্নিত করে লালবাজার।