বিনোদন ব্রেকিং নিউজ

আমির খানের বাড়িতে করোনা হানা

করোনা এবার থাবা বসাল আমির খানের বাড়িতে। আমির খানের বাড়ির বেশ কয়েকজন কর্মী করোনায় আক্রান্ত হলেন। তাঁদের ভর্তি করা হয় হাসপাতালে। বৃহন্মুম্বই পুরসভার পক্ষ থেকে ওই কর্মীদের জন্য যেভাবে তড়িঘড়ি ব্যবস্থা নেওয়া হয় এবং পাঠানো হয় কোয়ারেন্টিনে তার জন্য ধন্যবাদ জানান আমির খান। এখানেই শেষ নয়, তাঁর যাতে করোনা না হয় তার জন্য বাড়িটি স্যানেটাইজ করা হয়েছে।
এই ঘটনা প্রকাশ্যে আসতেই আমিরের ভক্তকুল আতঙ্কিত হয়ে পড়েছেন। তবে নির্দিষ্ট কয়েকজন ছাড়া আমিরের বাড়ির অন্য কেউ করোনা পজিটিভ নন বলে জানান বলিউডের মিস্টার পারফেকশনিস্ট। যদিও আমির খনের মায়ের করোনা পরীক্ষা করানো হচ্ছে। তিনি যাতে সুস্থ থাকেন, ভক্তরা যেন সেই প্রার্থনা করেন বলে প্রত্যেকের কাছে আবেদন জানান আমির খান।
বেশকিছু নিয়ম মানতে বলা হয়েছে খোদ আমিরকে। কারণ মুম্বই জুড়ে করোনার দাপট দেখা দিয়েছে। তিনি যাতে আরও সতর্ক থাকেন তাই এই বিধিনিষেধ। খুব প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বেরোতে নিষেধ করা হয়েছে বলিউডের এই তারকা অভিনেতাকে। যদিও সেখানে ৩১ জুলাই পর্যন্ত লকডাউন জারি করা হয়েছে। তবে মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতালের চিকিৎসক, নার্স এবং স্বাস্থ্য কর্মীদেরও ধন্যবাদ জানান আমির খান।