করোনার থাবায় ত্রস্ত গোটা বিশ্ব। এখনো লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনার গ্রাফ। আক্রান্ত হচ্ছেন অখ্যাত সাধারণ থেকে বিখ্যাত তারকারাও। সাবধানে থেকেও কাজ হল না। শেষমেশ করোনা আক্রান্ত হলেন বলি-তারকা কাজল।
সোশ্যাল মিডিয়ায় তিনি নিজেই সেকথা জানিয়েছেন। রবিবার সকালে মেয়ে নিয়াশার একটি ছবি পোস্ট করেন কাজল। সেখানে তিনি লেখেন, তাঁর সর্দির উপসর্গ রয়েছে। তিনি আরও জানান, নিজের ছবি পোস্ট করতে পারছেন না; সর্দিতে তাঁর নাকের অবস্থা খুব খারাপ।
প্রসঙ্গত, এই মুহূর্তে করোনা আক্রান্তের নিরিখে মহারাষ্ট্রের অবস্থা খুবই খারাপ। পাশাপাশি একাধিক মুম্বইবাসী তারকারা আক্রান্ত হয়েছেন। এদিন কাজল নিজের ইনস্টাগ্রামে নাইসার হাসিমুখের ছবি আপলোড করেন। তারপর মেয়েকে ট্যাগ করে লেখেন, “করোনা পরীক্ষার রেজাল্ট পজিটিভ, আর আমি এক্কেবারেই চাই না আমার ফুলে থাকা এই নাক কেউ এভাবে দেখুক। তার চেয়ে বরং বিশ্বের সবচেয়ে সুন্দর এই হাসিটাই থাক। নাইসা তোকে খুব মিস করছি।”
উল্লেখ্য, এই মুহূর্তে করোনা আক্রান্ত হয়ে মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে চিকিত্সাধীন কিংবদন্তি সংগীতশিল্পী লতা মঙ্গেশকর। করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন সন্ধ্যা মুখোপাধ্যায়ও। করোনার অতিমারিতে চিকিৎসকরা সকলকেই বাড়িতে থাকার নির্দেশ দিচ্ছেন প্রতিনিয়ত। কিন্তু কাজের জন্য বাড়ির বাইরে বেরোতেই হচ্ছে। ফলে বাড়ছে আক্রান্তের সংখ্যা। করোনার এই ঊর্ধ্বমুখী গ্রাফে আতঙ্কে রয়েছেন সকলেই।
You must be logged in to post a comment.