দেশ লিড নিউজ

Coromandel Express Accident : চলছে লাইন মেরামতির কাজ, দ্রুত পরিষেবা স্বাভাবিক করতে চায় রেল

করমণ্ডল এক্সপ্রেসের দুর্ঘটনার পর কেটে গিয়েছে দুটো দিন। উদ্ধারের কাজ প্রায় শেষ করে মেরামতির কাজে হাত লাগিয়েছে রেল কর্তৃপক্ষ। জানা গিয়েছে, রবিবার সকাল থেকে সেই কাজের প্রক্রিয়া শুরু করেছে রেল। অন্তত একটি লাইনে যাতে দ্রুত ট্রেন চালানো যায়, আপাতত সেই দিকেই নজর রেলের।

রবিবার সকালে দক্ষিণ-পূর্ব রেল একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়েছে, বালেশ্বরের দুর্ঘটনাস্থলে মেরামতির কাজ অনেকটাই এগিয়েছে। দুর্ঘটনাগ্রস্ত করমণ্ডল এক্সপ্রেস এবং বেঙ্গালুরু-হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেসের কামরাগুলি লাইনের উপর থেকে সরানো হয়েছে। কামরা মেরামতির কাজ চলছে। পাশাপাশি একসঙ্গে চলছে রেললাইন সারানোর কাজও।

শালিমার-করমণ্ডল এক্সপ্রেসের যে ২১টি কামরা লাইনচ্যুত হয়েছিল বা লাইনের উপর আটকে ছিল, সেগুলি আপাতত সরানো হয়েছে। ভেঙে যাওয়া কামরার অংশবিশেষ, যন্ত্রপাতি, চাকা ইত্যাদি এখন দুর্ঘটনাস্থল থেকে পরিষ্কার করার চলছে বলে রেল সূত্রে খবর।

ঘটনাস্থলে কাজ করছে রেলের তিনটি মালগাড়ি এবং ক্রেন। উন্নত প্রযুক্তির মাধ্যমে যত দ্রুত সম্ভব এলাকা পরিষ্কার করার চেষ্টা করা হচ্ছে। দুর্ঘটনার অভিঘাতে ওই এলাকার রেললাইন বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। সেই লাইন সংযোগের কাজও চলছে জোরকদমে।