রাজ্য লিড নিউজ

কলকাতা পুরসভায় এল কোরবিভ্যাক্স

কলকাতা পুরসভায় এল কোরবিভ্যাক্স ভ্যাক্সিন। পুরসভার স্টোরে 88000 কোরবিভ্যাক্স এসেছে। রাজ্য স্বাস্থ্য দপ্তরের বৈঠক হয়। বৈঠক থেকে সবুজ সংকেত পেলেই আগামীকাল 12 থেকে 14 বছরের বয়সীদের জন্য এই ভ্যাকসিন দিতে তৈরি কলকাতা পুরসভা। এইজন্য কলকাতা পুরসভার 37 টি কোভ্যাকসিন সেন্টারকে কাজে লাগাবে কর্তৃপক্ষ। তবে রাজ্য স্বাস্থ্য দপ্তর ইতিমধ্যেই জানিয়েছে কো- ভ্যাকসিন এবং কোরবিভ্যাক্স এক সঙ্গে দেওয়া যাবে না এক সেন্টার থেকে। তাই আপাতত রাজ্য স্বাস্থ্য দপ্তরের সবুজ সংকেতের অপেক্ষায়।

চলছে মাধ্যমিক পরীক্ষা, সামনে হোলির ছুটি থাকায় স্কুলে স্কুলে এই ভ্যাকসিন দেওয়ার কাজ আগামী সপ্তাহ থেকে শুরু করবে কলকাতা পুরসভা। এক সাংবাদিক সম্মেলনে এ কথা জানান পুরসভার ডেপুটি মেয়র অতীন ঘোষ।

তিনি বলেন, কলকাতা পুরসভা মশা বাহিত রোগের ক্ষেত্রেও কড়া পদক্ষেপ নিয়েছে। মার্চের প্রথম দশ দিনে মশাবাহিত রোগে গাফিলতির অভিযোগে বেশ কিছু নাগরিককে ফাইন করা হয়েছে। এই জরিমানা থেকে পুরসভার আয় হয়েছে চার লক্ষ 55 হাজার টাকা। আরো বেশ কিছু নাগরিককে জরিমানা করা হয়েছে যার মূল্য 29 লক্ষ 50 হাজার টাকা। বাড়িতে বা প্রতিষ্ঠান মশা বাহিত রোগের নির্দেশ পালন না করলে যত্র তত্র জমা জল বা মশার উৎস স্থল থাকলে এভাবেই জরিমানা করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন কলকাতা পুরসভার ডেপুটি মেয়র অতীন ঘোষ।