বিশ্বকাপ জয়ের পরে কুরুচিকর অঙ্গভঙ্গি করে বিতর্কের জন্ম দিয়েছিলেন আর্জেন্টিনার গোলরক্ষক এমি মার্টিনেজ। শুধু তাই নয় ফাইনালে পরাজিত ফরাসী দলের কয়েকজন ফুটবলারকে নিয়ে কটূক্তিও করেছিলেন তিনি। আবারও ট্রফি জয়ের উদযাপনে নতুন বিতর্কের জন্ম দিল আর্জেন্টিনা দল।
দলের বেশ কয়েকজনের বিরুদ্ধে উঠেছে বর্ণবিদ্বেষমূলক মন্তব্যের অভিযোগ। এর বিরুদ্ধে ইতিমধ্যে ফিফার দ্বারস্থ হয়েছে ফ্রান্স ফুটবল সংস্থা। তাঁদের তরফে আর্জেন্টিনার বিরুদ্ধে কঠিন শাস্তির দাবি তোলা হয়েছে। যদিও এসবের মধ্যেই নিজের সামাজিক মাধ্যমে ক্ষমা চেয়েছেন এই অভিযোগে অভিযুক্ত চেলসির মিডফিল্ডার এঞ্জো ফার্নান্ডেজ।